বসন্তেই গ্রীষ্মের মতো চড়েছে পারদ। নাজেহাল অবস্থা হয়েছে দক্ষিণবঙ্গবাসীর। তবে এরই মাঝে এবার স্বস্তির খবর। দক্ষিণবঙ্গে জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দমকা হাওয়া কিংবা কালবৈশাখী ঝড়ের ফলে ঠান্ডা বাতাস বইবে একাধিক জেলায়। শুক্রবারও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টি হয়েছে। আজও বৃষ্টি হবে বলে জানা গিয়েছে।
1/5এই মুহূর্তে একটি অক্ষরেখা রয়েছে যার অবস্থান হচ্ছে উত্তরপ্রদেশ থেকে মহারাষ্ট্র পর্যন্ত। ফলে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বিহার এবং ছত্রিশগড়ের দিকে। এই আবহে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। আজ পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব-বর্ধমান, নদিয়াতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব-বর্ধমান পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, দুই-দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে।
2/5আজকের পর আগামিকালও পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টি হতে পারে। এদিকে আরএমসি-র ওয়েবসাইট অনুযায়ী, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদারও একাধিক জায়গায় বৃষ্টি হতে চলেছে আগামিকাল। সঙ্গে উত্তরবঙ্গের জায়গায় জায়গায় কালবৈশাখীর ঝড়ও হতে পারে বিকেলের দিকে।
3/5তবে এখনই কলকাতা বা আশেপাশের অঞ্চলে ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। যদিও সকালের দিকে আজ আকাশ কিছুটা মেঘলা ছিল। গতকালও দিনের আকাশ আংশিক মেঘলা ছিল। গতরাতে কলকাতায় কোথাও কোথাও ঠান্ডা বাতাসে প্রাণ জুড়িয়েছে অনেকের। তবে বৃষ্টি হয়নি গতকালও। আজও মহানগরীতে বৃষ্টির কোও পূর্বাভাস নেই।
4/5এদিকে কলকাতাবাসীকে আশার কথা শুনিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, আগামী সপ্তাহের মাঝিমাঝি কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে কালবৈশাখী শুরু হতে পারে। তবে উপকূলবর্তী অঞ্চল এবং কলকাতাতে আগামী দু’দিন অর্থাৎ আজ এবং আগামিকাল ঝড় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে আজ আকাশ মেঘলা থাকবে।
5/5এদিকে কলকাতায় তাপমাত্রাযর খুব একটা পরিবর্তন হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ কলকাতা ও আশেপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ থেকে ২৪ ডিগ্রির মধ্যে থাকবে। এর আগে শুক্রবার কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ২৩.৬ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৭৮ শতাংশ। এদিকে আগামী সপ্তাহে বুধবার ও বৃহস্পতিবার নাগাদ দক্ষিণবঙ্গে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে।