বলিউডের গ্ল্যামার কুইন দীপিকা পাড়ুকোন প্রথম ভারতীয় হিসাবে বিলাসবহুল ফরাসি সংস্থা ‘লুই ভিতোঁ’-র মুখ নির্বাচিত হয়েছেন। শুক্রবার ক্যালিফোর্নিয়ার সান দিয়াগো-তে অনুষ্ঠিত ‘লুই ভিতোঁ ২০২৩ ক্রুজ শো’তে অংশ নিলেন বলিউডের মস্তানি।
1/9 দীপিকার পাড়ুকোনের স্টাইল আর স্মাইলে ফিদা আসমুদ্র হিমাচল। তবে নায়িকার সৌন্দর্যের ঝলক দেখেছে হলিউডও। সম্প্রতি প্রথম ভারতীয় হিসাবে বিলাসবহুল ফরাসি সংস্থা ‘লুই ভিতোঁ’-র ব্র্যান্ড অ্যাম্বাসাডর নির্বাচিত হয়েছিলেন দীপিকা। আর শুক্রবার সংস্থার হয়ে প্রথমবার লাল গালিচায় দেখা মিলল অভিনেত্রীর।
3/9ঘন নীল রঙা ওভার সাইজ আউটফিট আর গ্ল্যাম বুটে এদিন লেন্সবন্দি হয়েছেন দীপিকা। Nicolas Ghesquière's-র শীতকালীন কালেকশনের পোশাকে সাজলেন দীপিকা। সেলেব্রিটি স্টাইলিস্ট শালিনা ন্যাথানির হাতের জাদুতে এদিন আরও সুন্দরী আর মোহময়ী হয়ে উঠলেন দীপিকা। (ইনস্টাগ্রাম- দীপিকা পাড়ুকোন)
4/9 এদিন দীপিকার পরনে ছিল হলুদ,সাদা. নীল রঙা আড়াআড়িভাবে স্ট্রাইপ দেওয়া সাদা কলার-যুক্ত একটি মিনি ড্রেস। তার উপর ঘন নীল রঙা একটি ওভার সাইজ জ্যাকেট পরেছিলেন নায়িকা। (ইনস্টাগ্রাম- দীপিকা পাড়ুকোন)
5/9নিজের লুককে সম্পূর্ণ করতে দীপিকা পরেছিলেন একটি ব্রাউন রঙা হাঁটু পর্যন্ত বিস্তৃত গ্ল্যাম বুট। (ইনস্টাগ্রাম- দীপিকা পাড়ুকোন)
6/9জুতোর সঙ্গে রং মিলিয়ে লুই ভিঁতোর কালেকশনের একটি ব্যগ নিয়েছিলেন দীপিকা। ব্যাগের মধ্যে সোনালি রঙা চেন দেখা গেল। ( সৌজন্যে- ইনস্টাগ্রাম)
7/9একের পর এক সাফল্যের পালক জুড়েছে দীপিকার মুকুটে। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবের জুরি সদস্য হিসেবে নাম ঘোষণা করা হয়েছে রণবীর ঘরণীর। এর মাঝেই নতুন সাফল্য এল নায়িকার ঝুলিতে। উচ্ছ্বসিত ফ্যানেরা। ( সৌজন্যে- ইনস্টাগ্রাম)
8/9অভিনেত্রী এই সংস্থার প্রচারের মুখ নির্বাচিত হওয়ার পর এক সাক্ষাৎকারে বলেছেন, ‘কিছু জিনিস কেনার কথা স্বপ্নেও কেউ কল্পনা করতে পারেন না। লুই ভিতোঁ আমার কাছে সেটাই ছিল। আমি আসলে খুব বাস্তববাদী। জানি, কোনটা পারব, কোনটা পারব না। এই চুক্তি হওয়ার পর থেকে নিজেকে সমানে চিমটি কেটে যাচ্ছি। যাতে বুঝতে পারি এটা স্বপ্ন না, সত্যি!’ (সৌজন্যে- ইনস্টাগ্রাম)
9/9 সদ্যই লুই ভিঁতোর তরফে লঞ্চ করা হয়েছে ডাউফাইন (ডলফিনের ফরাসি উচ্চারণ) ব্যাগ ক্যাম্পেন। হলিউড সুন্দরী এমা স্টোনের সঙ্গে এই ক্যাম্পনের মুখ হয়েছেন দীপিকা। (সৌজন্যে- ইনস্টাগ্রাম)