নয়া দশকের প্রথম বাজেটে ‘নিউ নর্ম্যালের’ পথে হাঁটলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। করোনাভাইরাস পরিস্থিতিতে ফিতে দিয়ে বাঁধা ‘বইখাতা’ ছেড়ে ট্যাবের মাধ্যমে বাজেট পেশ করতে চলেছেন তিনি। একনজরে দেখে নিন সেই ছবি - (বাজেটের লাইভ ব্লগ পড়ুন এখানে)
1/5গত বছর বাজেটে সীতারামনের বইখাতার নকশায় এসেছিল বদল। আড়াআড়ি না করে, লম্বালম্বি করে ফিতে দিয়ে বাঁধা বইখাতা। (ফাইল ছবি, সৌজন্য রয়টার্স)