বাংলা নিউজ > ছবিঘর > পয়লা বৈশাখেই আসবে টাকা, বুধাদিত্য যোগের সৌজন্যে দারুণ কাটবে এই রাশির জাতকদের

পয়লা বৈশাখেই আসবে টাকা, বুধাদিত্য যোগের সৌজন্যে দারুণ কাটবে এই রাশির জাতকদের

আজ মেষ রাশিতে প্রবেশ করেছেন সূর্য। যে রাশিতে আগে থেকেই অবস্থান করছেন বুধ। দুই গ্রহ একই রাশিতে অবস্থান করায় বুধাদিত্য যোগ তৈরি হয়েছে। তার ফলে বাংলা নববর্ষের প্রথম দিন তথা পয়লা বৈশাখ খুব ভালো কাটবে কয়েকটি রাশির জাতকদের।