Chandrayaan 3:‘ঠান্ডায় ট্রান্সমিটার, রিসিভার যদি ঠিক থাকে…’ চন্দ্রযান ৩-র ল্যান্ডার, রোভার জাগবে তাহলে! বার্তা কে সিবনের
Updated: 23 Sep 2023, 07:57 PM IST Sritama Mitra 23 Sep 2023 Chandrayaan 3, k sivan on chandrayaan 3, chandrayaan 3 waking up issue, চন্দ্রযান ৩, চন্দ্রযান ৩ নিয়ে কে সিবন যা বললেনইসরোর প্রাক্তন চেয়ারম্যান কে সিবন বলেছেন, ‘সব সিস্টেম কাজ করছে। সব ঠিক থাকবে। সবটাই নির্ভর করছে সিস্টেমের উপর।’ এরইসঙ্গে তিনি বলছেন, ‘অনেক মেকানিক্যাল সিস্টেম রয়েছে, সোলার প্যানেল রয়েছে, ব্যাটারি রয়েছে। এই সমস্তগুলির কোনও সমস্যা নেই। ’
আপাতত, চাঁদের মাটিতে বিক্রম ল্যান্ডার ও প্রজ্ঞান রোভার ‘ঘুম’এ নিষ্ক্রিয় হয়ে রয়েছে। সেখানে ‘লুনার নাইট’ আসার ফলে তাপমাত্রা -২০০ ডিগ্রি সেলসিয়াসেও যেতে পারে। এই পরিস্থিতিতে ইসরো ক্রমাগত চেষ্টা করছে যাতে চন্দ্রযান ৩ কে জাগিয়ে তোলা যায়। তবে সেখান থেকে কোনও সিগন্যাল মিলছে না। এই অবস্থায় কে সিবন বলছেন, কয়েকটি জিনিস যদি ঠিকঠাক থাকে, তাহলে চন্দ্রযান-৩ ফের পুরোন ফর্ম পিরে পাবে! (ANI Photo) (ISRO Twitter)
(HT_PRINT) পরবর্তী ফটো গ্যালারি