Chandrayaan 3:‘ঠান্ডায় ট্রান্সমিটার, রিসিভার যদি ঠিক থাকে…’ চন্দ্রযান ৩-র ল্যান্ডার, রোভার জাগবে তাহলে! বার্তা কে সিবনের
Updated: 23 Sep 2023, 07:57 PM ISTইসরোর প্রাক্তন চেয়ারম্যান কে সিবন বলেছেন, ‘সব সিস্টেম কাজ করছে। সব ঠিক থাকবে। সবটাই নির্ভর করছে সিস্টেমের উপর।’ এরইসঙ্গে তিনি বলছেন, ‘অনেক মেকানিক্যাল সিস্টেম রয়েছে, সোলার প্যানেল রয়েছে, ব্যাটারি রয়েছে। এই সমস্তগুলির কোনও সমস্যা নেই। ’
পরবর্তী ফটো গ্যালারি