1/6চলতি মাসের গোড়ার দিকেই মরু শহর দুবাই-দর্শনে গিয়েছিলেন শ্রাবন্তী। চর্চিত প্রেমিক অভিরূপের সঙ্গেই নাকি শ্রাবন্তী ঘুরতে গিয়েছিলেন বলে কানাঘুষো শোনা গিয়েছে। দুবাই ডায়েরির নতুন ছবি পোস্ট করলেন নায়িকা।
2/6সাদা রঙা ওয়ানপিসে দুবাইয়ের সমুদ্রতটের সাদা বালিতে কখনও বসে, কখনও বা দাঁড়িয়ে পোজ দিচ্ছেন এই বঙ্গললনা। খালি পা, উন্মুক্ত চিকন উরু, পোশাকের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে শ্রাবন্তীর ক্লিভেজ! (ছবি-ইনস্টাগ্রাম)
3/6ছবির ক্যাপশনে শ্রাবন্তী লিখেছেন, ‘খুশি থাকব, এটাই বেছে নিয়েছি’। আসলে নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে হামেশাই কাটা-ছেঁড়া চলে, অথচ সেইসব নেতিবাচক ভাবনা দেখে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন শ্রাবন্তী। (ছবি-ইনস্টাগ্রাম)
4/6উল্লেখ্য, রোশন সিং-এর সঙ্গে শ্রাবন্তীর তৃতীয় বিয়েও ভাঙার মুখে। দেড় বছরও টেকেনি নায়িকার এই দাম্পত্য। যদিও সব ভুলে নতুন জীবন সাজাচ্ছেন শ্রাবন্তী। (ছবি-ইনস্টাগ্রাম)
5/6তবে সোশ্যাল মিডিয়ায় শ্রাবন্তী এই ছবি পোস্ট করতেই ধেয়ে এসেছে কটাক্ষ। ট্রোলিংয়ের মুখে পড়তে হয়েছে নায়িকাকে। একজন কমেন্ট বক্সে লিখেছে ‘বুড়ো কালেও ঢং করতে হলো’। (ছবি-ইনস্টাগ্রাম)
6/6তবে সবাই সমালোচনায় মুখর তেমনটা নয়। শ্রাবন্তী ভক্তরা কিন্তু মুগ্ধ নায়িকার এই অবতারে। প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন তাঁরা। (ছবি-ইনস্টাগ্রাম)