মুম্বইতে একলাফে ছয় টাকা দাম বাড়ল সিএনজি-র। বর্তমানে সর্বকালীন রেকর্ড ভেঙে গিয়েছে সিএনজি-র দামের। এর জেরে রান্নার গ্যাসেরও দাম বাড়তে চলেছে মুম্বই এলাকাতে।
1/4জানা গিয়েছে, আজ থেকে মুম্বইতে প্রতি কেজি সিএনজি বিকোবে ৮৬ টাকা দরে। এর আগে আগে মুম্বইতে প্রতি কেজি সিএনজি-র দাম ছিল ৮০ টাকা। একলাফে ছয় টাকা বাড়ল সিএনজির দাম।
2/4এদিকে সিএজির মূল্যবৃদ্ধিতে দাম বাড়তে চলেছে মুম্বইয়ের পাইপলাইন গ্যাসেও। প্রতি ইউনিটে ৪ টাকা করে দাম বাড়ল গ্যাসের। এর জেরে প্রতি ইউনিটের নয়া দর হল ৫২.৫০ টাকা। এর প্রভাব পড়বে মুম্ভই এলাকায় বসবাসরত ১৯ লক্ষ মানুষের উপর।
3/4বিগত ১৩ মাসে এই নিয়ে ১১ দফায় বাড়ল সিএনজি-র দাম। গতবছর জুলাই থেকে এবছর এখনও পর্যন্ত প্রতি কিলোতে মোট ৩৬ টাকা দাম বেড়েছে সিএসজি-র।
4/4এই আবহে মুম্বইয়ের ট্যাক্সি চালক সংগঠন কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছে, ট্যাক্সির ভাড়া না বাড়ানো হলে তাঁরা ধর্মঘটে যেতে বাধ্য হবেন। উল্লেখ্য, ট্যাক্সি চালকদের দাবি, ন্যূনতম ভাড়া ১০ টাকা বাড়িয়ে ৩৫ টাকা করা হোক। এদিকে অটো চালকরাও ভাড়া বাড়ানোর দাবি জানাচ্ছেন।