আরও শক্তি বাড়িয়ে উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝ... more
আরও শক্তি বাড়িয়ে উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় মন্দৌস। এই আবহে ওপার বাংলার একাধিক সমুদ্র বন্দরে জারি করা হয়েছে সতর্কতা। যদিও এই ঘূর্ণিঝড়টি এগিয়ে যাচ্ছে তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্র উপকূলের দিকে। শুক্রবার রাতেই স্থলভাগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি।
1/5আপাতত শ্রীলঙ্কার ত্রিনকোমলির উত্তর-পূর্বে ২৪০ কিমি, শ্রীলঙ্কার জাফনার পূর্ব ও উত্তর-পূর্বে ২৪০ কিমি, কড়াইকালের পূর্ব ও দক্ষিণ-পূর্বে ২৪০ কিমি এবং চেন্নাইয়ের দক্ষিণ-পূর্বে ৩২০ কিমি দূরে অবস্থান করছে মন্দৌস। (AFP)
2/5শুক্রবার ভোররাত পর্যন্ত প্রবল ঘূর্ণিঝড় হিসেবেই অবস্থান করবে মন্দৌস। তারপর দুপুরের মধ্যে দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। তারপর শুক্রবার মধ্যরাত বা শনিবার সকাল নাগাদ পুদুচেরি ও শ্রীহরিকোটার মধ্যে মহাবলীপুরমের কাছে দিয়ে উত্তর তামিলনাড়ু, পুদুচেরি ও সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূল পার করবে মন্দৌস। (AFP)
3/5মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়ার সময় ঘণ্টায় ৬৫ কিমি থেকে ৭৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মাঝে মাঝে সেই দমকা হাওয়ার বেগ ঘণ্টায় ৮৫ কিমিতে পৌঁছে যাবে বলে আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে। (AFP)
4/5এদিকে চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এলাকায় সতর্কতা জারি করা হয়েছে ঘূর্ণিঝড়ের জেরে। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যদিও বাংলাদেশের ওপর সে ভাবে কোনও প্রভাব পড়বে না এই ঝড়ের। (AFP)
5/5ঘূর্ণিঝড়ের থেকে উত্তর উপকূলীয় তামিলনাড়ু এবং পুদুচেরির অধিকাংশ জায়গায় আজ থেকে বৃষ্টি হবে। দক্ষিণ উপকূলীয় অন্ধ্রপ্রদেশেও আজ অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আগামিকালও এই সব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। (AFP)