1/6বাংলা টেলিভিশনের অন্যতম চর্চিত নায়ক দিব্যজ্যোতি দত্ত। জয়ীর সুবাদে দর্শকদের মনে পাকা জায়গা করে নিয়েছেন দিব্যজ্যোতি। আপতত দর্শক তাঁকে চেনে ‘দেশের মাটি’র কিয়ান হিসাবে। (ছবি-ফেসবুক)
2/6জন্মদিনেও শ্যুটিংয়েই ব্যস্ত পর্দার কিয়ান মানে দিব্যজ্যোতি। এদিন শ্যুটিং সেটে দেশের মাটি পরিবারের সঙ্গে সেলিব্রেশনে মাতলেন অভিনেতা। কিয়ানের বার্থ ডে সেলিব্রেশনের একগুচ্ছ ছবি ফেসবুকে পোস্ট করেছেন তাঁর অনস্ক্রিন লেডি লাভ নোয়া মানে শ্রুতি দাস। (ছবি-ফেসবুক)
3/6গতকাল মাঝরাত থেকেই দিব্যজ্যোতির জন্মদিনের সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে। বোনের হাতে তৈরি কেক কেটে জন্মদিনের উদযাপন শুরু করেছেন পর্দার কিয়ান।