Electric Scooter: বৈদ্যুতিক গাড়ির বিক্রি বাড়াতে সরকার FAME-2 প্রকল্প শুরু করল। এই স্কিমের কারণে গ্রাহকরা ইভি কেনার ক্ষেত্রে বেশ কিছু সুবিধা পাবেন। FAME-2 প্রকল্পের কারণে, প্রতি কিলোওয়াট স্কুটারে ১৫ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে।
1/4ইভি স্কুটার কেনার ক্ষেত্রে বিভিন্ন রাজ্য সরকার বিভিন্ন স্তরে অনেক সুবিধা দিচ্ছে। ইতিমধ্যেই এবার একটি নতুন স্কিম আনছে গুজরাট সরকার। এই নয়া স্কিমে গ্রাহকরা একটি বৈদ্যুতিক টু-হুইলার কেনার জন্য ১২ হাজার টাকা অতিরিক্ত ভর্তুকি পাবেন। তবে এই সুবিধা পাবেন শুধুমাত্র ছাত্রছাত্রীরাই। (Twitter)
2/4দিল্লি সরকার ছাত্র বা তাদের পরিবারকে বৈদ্যুতিক গাড়ি কিনতে উৎসাহিত করছে। ইলেকট্রিক টু-হুইলার কেনার জন্য ছাত্ররা ১২ হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারে। এই প্রোগ্রামের অধীনে, বৈদ্যুতিক তিন চাকার গাড়ি কেনার জন্য ৪৮ হাজার টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে, যা কর্মসংস্থানেও উপকৃত হবে। এই স্কিম সম্পর্কে আরও তথ্যের জন্য, আপনি গুজরাট সরকারের GEDA বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারেন। বর্তমানে গুজরাটের মানুষ এই প্রকল্পের সুবিধা পাবেন। (ফাইল ছবি, Ola Electric) (Twitter)
3/4গুজরাট এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি (GEDA) দ্বারা পরিচালিত এই প্রোগ্রামের অধীনে, শিক্ষার্থীরা যদি বৈদ্যুতিক দুই চাকার স্কুটার কিনলে তারা এই প্রকল্পের সুবিধা পাবে। এই স্কিম অনুসারে, নবম শ্রেণি থেকে কলেজে যাওয়া ছাত্ররা এই ভর্তুকির সুবিধা নিতে পারবে। ছবি : ওলা (Twitter)
4/4নবম শ্রেণীর নিচের শিক্ষার্থীরা এই সুবিধা পাবেন না। এই স্কিমের সুবিধা নেওয়ার জন্য, যোগ্য ছাত্রদের প্রথমে একটি বৈদ্যুতিক টু-হুইলার কিনতে হবে। এরপর শিক্ষার্থী বা অভিভাবকদের অ্যাকাউন্টে ১২ হাজার টাকা ভর্তুকি ফেরত দেবে সরকার। এদিকে এই ভর্তুকি সুবিধা নিতে হলে এমন স্কুটার কিনতে হবে যার গতি ঘণ্টায় ২৫ কিমির কম। অর্থাৎ কম গতির ক্যাটাগরির ইলেকট্রিক টু-হুইলারে এই ভর্তুকি দেওয়া হচ্ছে। (Twitter)