করুণাময়ী রাণী রাসমণির পরিবারকে প্রথমবার একসঙ্গে মঞ্চে দেখতে ব্যাপক উত্সাহী ভক্তরা।
1/7শুক্রবার এক দারুণ মুহুর্তের সাক্ষী থাকতে চলেছেন বাংলা টেলিভিশনের দর্শকরা। প্রথমবার রানিমার মুখোমুখি হবেল টেলিভিশনের নম্বর ১ দিদি। জি বাংলার জনপ্রিয় গেম শো ‘দিদি নম্বর ১’ আজ হাজির হচ্ছেন দিতিপ্রিয়া রায়। (ছবি-ইনস্টাগ্রাম)
2/7শুধু রানিমা একা নন,'করুণাময়ী রাণী রাসমণির' মেয়ে, নাতি ও নাতজামাইয়ের সঙ্গে আজ আড্ডা দেবেন হোস্ট রচনা বন্দ্যোপাধ্যায়। থাকবেন চার অভিনেতার রিয়েল লাইফ মায়েরাও। (ছবি-ইনস্টাগ্রাম)
3/7এর আগে বেশ কয়েকবার আলাদা-আলাদাভাবে রানিমার পরিবারের কয়েকজন সদস্য দিদি নম্বর ওয়ানের মঞ্চে এসেছেন। তবে রানিমা কোনওদিনই পা রাখেননি। তাই এইদিনের এপিসোডের খাস ট্যাগলাইন- ‘দিদি নম্বর ওয়ান-এ প্রথম বার করুণাময়ী রানি রাসমণি’।
4/7রানিমার কাছে আর্শীবাদ চেয়ে ছবি পোস্ট করেছেন অনীক ধর। ‘দীর্ঘজীবী হও বাবা, এই কামানা করি’, পালটা লেখেন রানিমা। (ছবি-ইনস্টাগ্রাম)
5/7মা সুদীপ্তা রায়ের সঙ্গে এদিন মঞ্চে হাজির হয়েছিলেন সদ্য কলেজে পা রাখা দিতিপ্রিয়া। মা-মেয়ে দুজনেই দেখা গেল সাদা-কালো শাড়িতে। দুজনের শাড়িতেই ছিল অল্প লালের ছোঁয়াও। সঙ্গে খোলা চুল, জাঙ্ক জুলেয়ারিতে ভারি মিষ্টি লাগল দিতিপ্রিয়াকে। (ছবি-ইনস্টাগ্রাম)