বাংলা নিউজ > ছবিঘর > Opinion Poll on Modi 2.0 Vs Modi 1.0: চাঁদে পা ভারতের, এদিকে দাম বাড়ছে জিনিসের, কেন্দ্রের কাজে কতটা সন্তুষ্ট মানুষ?

Opinion Poll on Modi 2.0 Vs Modi 1.0: চাঁদে পা ভারতের, এদিকে দাম বাড়ছে জিনিসের, কেন্দ্রের কাজে কতটা সন্তুষ্ট মানুষ?

সম্প্রতি প্রথম দেশ হিসেবে চাঁদের মাটিতে পা রেখেছে ভারত। দেশে গড়ে উঠেছে বহু নতুন মহাসড়ক, বিমানবন্দর। এদিকে বিগত কয়েক মাস ধরে ক্রমেই বেড়ে চলেছে আনাজপাতির দাম। এই আবহে মোদী ২.০-এর কাজে কতটা সন্তুষ্ট মানুষ? তা জানতে সমীক্ষা করেছিল ইউগভ, মিন্ট এবং সিপিআর মিলেনিয়াল।