FD And Savings Interest Rate Hike: আপনি যদি প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক বা পাবলিক সেক্টর ব্যাঙ্ক পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক, কানাড়া ব্যাঙ্কের গ্রাহক হন তবে আপনার জন্য সুখবর রয়েছে। বেসরকারি ব্যাঙ্ক কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক এবং আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়েছে। একই সময়ে, পাবলিক সেক্টর কানাড়া ব্যাঙ্ক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্ট এবং এফডি উভয়ের সুদের হারই বৃদ্ধির ঘোষণা করেছে।
1/4কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক: বেসরকারি খাতের ব্যাঙ্ক কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক ২ কোটির কম পরিমাণেক স্থায়ী আমানতের সুদের হার বাড়ানোর ঘোষণা করেছে। ১ জুলাই থেকে সুদের হার সংশোধন হয়েছে এই ব্যাঙ্কে। নির্দিষ্ট মেয়াদের জন্য সুদের হার এখন ১০ বেসিস পয়েন্ট বেশি। ৩ থেকে ১০ বছরের ফিক্সড ডিপোজিটে গ্রাহকদের জন্য সর্বোচ্চ ৫.৯ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৬.৪ শতাংশ সুদের ঘোষণা করা হয়েছে৷
2/4IDFC ফার্স্ট ব্যাঙ্ক: IDFC ফার্স্ট ব্যাঙ্ক ২ কোটির কম অঙ্কের স্থায়ী আমানতের জন্য সুদের হার বাড়িয়েছে। সংশোধিত হারে সুদ মিলবে ১ জুলাই থেকে৷ ব্যাঙ্ক এক থেকে পাঁচ বছরের জন্য ফিক্সড ডিপোজিটের সুদের হার বাড়িয়েছে। ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিটগুলি এখন ৩.৫ শতাংশ থেকে ৬.৫ শতাংশ হারে সুদ দেবে৷
3/4কানাড়া ব্যাঙ্ক: সেভিংস অ্যাকাউন্টে সুদের হার বাড়িয়েছে কানাড়া ব্যাঙ্ক। সেভিংস অ্যাকাউন্টে সুদের হার ৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে ব্যাঙ্ক। এটি এখন সর্বোচ্চ ৩.৫৫ শতাংশ সুদের হার অফার করছে। সেভিংস অ্যাকাউন্টে SBI, BOB, PNB, PSB, UCO ব্যাঙ্ক, BOI, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক এবং ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের (IOB) সুদের হার থেকে অনেকটাই বেশি কানাড়া ব্যাঙ্কের সুদ।
4/4পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক (PSB) ফিক্সড ডিপোজিট এবং সেভিংস অ্যাকাউন্টের সুদের হার সংশোধন করেছে। এই ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্ট হোল্ডাররা এখন থেকে সর্বোচ্চ ৩ শতাংশ সুদের হার পাবেন। এদিকে ফিক্সড ডিপোজিটে বিনিয়োগকারীরা ১ জুলাই থেকে সর্বোচ্চ ৫.৫৫ শতাংশ সুদের হার পাবেন৷ ১ কোটি টাকা পর্যন্ত সেভিংস অ্যাকাউন্ট ব্যালেন্সে ব্যাঙ্ক এখন ২.৮% সুদের হার অফার করবে।