আজ ফুটবল বিশ্বকাপের ফাইনালে খেলবে আর্জেন্তিনা। তবে... more
আজ ফুটবল বিশ্বকাপের ফাইনালে খেলবে আর্জেন্তিনা। তবে গত ২২ নভেম্বর সন্ধ্যায় যদি কেউ বলতেন যে মেসিরা ফাইনালে উঠবেন, অনেকেই হয়ত সেই কথাটা হেসে উড়িয়ে দিতেন। কারণ সেদিনই সৌদির কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার আশঙ্কার মুখোমুখি হয়েছিল লিনওলেন স্কালোনির দল। তবে সেখান থেকে দলকে ঘুরে দাঁড় করান লিওনেল মেসি। আর্জেন্তিনার জার্সিতে আজকেই হয়ত শেষ ম্যাচ খেলতে চলেছেন এলএম১০। এই আবহে ফাইনালের আগে বড় মন্তব্য করলেন স্কালোনি।
1/5বিশ্বকাপ ফাইনালে মেসির সবথেকে বড় কাঁটা তাঁরই সতীর্থ এমবাপে। এই আবহে ফাইনালের আগে স্কালোনি বলেন, ‘এমবাপেকে হারাতে আমাদের সম্মিলিত ভাবে খেলতে হবে। তবে ফ্রান্সে এমবাপে ছাড়াও আরও অনেকে আছে। আমাদের একজোট হয়ে একটা ভালো ম্যাচ খেলতে হবে। আমাদের মনোযোগী হতে হবে।’
2/5এদিকে মেসির সম্ভাব্য অবসর প্রসঙ্গে আর্জেন্তাইন কোচ বলেন, ‘যদি এটা মেসির শেষ ম্যাচ হয়, তবে আশা করি আমরা খেতাব জিততে পারব। ট্রফি জিততে পারলে খুবই ভালো হবে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল খেলাটা উপভোগ করা। যদি ফাইনাল জিতে অবসর নেওয়া যায়, তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে।’
3/5স্কালোনি বলেন, ‘আশা করছি আমরা কাপ জিততে পারব, এটা দারুণ হবে। আমরা জানি কীভাবে ফ্রান্সকে আক্রমণ করতে হবে। আমাদের কাছে পরিষ্কার পরিকল্পনা রয়েছে। ম্যাচটি আর্জেন্তিনা বনাম ফ্রান্সের, মেসি বনাম এমবাপের নয়। ফ্রান্সের খেলোয়াড়রা এমবাপেকে বেশি বল দিয়ে থাকে। তবে প্রতিপক্ষকে কোথায় আঘাত করতে হবে, তা আমাদের জানা আছে।’
4/5এদিকে সমর্থকদের নিয়ে ৪৪ বছর বয়সি আর্জেন্তাইন কোচ বলেন, ‘আমরা যে মুহূর্তে আছি, সেটা সম্পর্কে আমি গর্বিত এবং উত্তেজিত। আমরা ফাইনালের দ্বারপ্রান্তে, কিন্তু আমার জন্য গুরুত্বপূর্ণ বিষয়টি হল এই ফাইনালে পৌঁছনোর পথ। আপনি যখন এটা উপভোগ করবেন, সবকিছুর ভিন্ন স্বাদ পাবেন। আমি আশা করি যে সবাই আমাদের সমর্থন করবেন এবং আমরা তাদের আনন্দ দিতে পারব। আমি মনে করি আমাদের সমর্থকরা বিশ্বের সেরা। তারা যে আনন্দ পাওয়ার যোগ্য, আমি মনে করি আমরা তা তাদের দিতে পারছি।’
5/5আর্জেন্তাইন কোচের কথায়, ‘ফুটবল শুধুমাত্র একটি খেলার থেকে অনেকটাই বেশি। এই বিশ্বকাপের সময় লোকেরা খুশি ছিল এবং আমাদের জন্য এটি দুর্দান্ত অভিজ্ঞতা। দর্শকরা যেভাবে খেলা উদযাপন করেন বা খেলা দেখেন, তার ছবি আমি দেখেছি। আমরাও খুব উত্তেজিত।’