1/8করোনা আবহেই বিয়ের বন্ধনে বাঁধা পড়ছেন সিংহম নায়িকা। তাই একদম সাদামাটাভাবে পরিবার ও কাছের বন্ধুদের উপস্থিতিতেই মুম্বইয়ে বসেছে কাজলের বিয়ের আসর। শুরু হয়ে গিয়েছে প্রাক-বিয়ের অনুষ্ঠান।
2/8গতকাল (বুধবার) ছিল মেহেন্দির অনুষ্ঠান। সেই অনুযায়ী সবুজ রঙা ফ্লোরাল সালোয়ারে সেজেছিলেন কাজল। গৌতমের নামের মেহেন্দি হাতে লাগিয়ে লস্যময়ী অবতারে লেন্সবন্দী হলেন অভিনেত্রী।
7/8মুম্বইয়ের চার্চগেটের কাছে এক পাঁচতারা ভেন্যুতে বসবে গৌতম-কাজলের দু-দিন ব্যাপী বিয়ের আসর। গৌতমের ইনস্টাগ্রাম প্রোফাইল অনুসারে ইন্টিরিয়ার ডিজাইনিংয়ের ব্যবসার সঙ্গে যুক্ত তিনি। ডিসার্ন লিভিং নামের একটি ডিজাইনিং সংস্থার কর্ণধার তিনি।
8/8সোশ্যাল মিডিয়ায় বিয়ের খবর চলতি মাসের ৬ তারিখে পোস্ট করে কাজল জানান তিনি গর্বিত ও কৃতজ্ঞ তাঁর অনুরাগীদের কাছে তাঁর পথচলার সঙ্গী হওয়ার জন্য। আগামিদিনেও অভিনয়ের কাজ সমানভাবে চালিয়ে যাবেন তিনি, জানান দক্ষিণী ছবির এই জনপ্রিয় নায়িকা।