শুক্রবার ৩০ জুলাই ৭৪-য়ে পা দিলেন বিশ্ববিখ্যাত হলিউড অভিনেতা আর্নল্ড সোয়ার্জেনেগার। গোটা পৃথিবী তাঁকে চেনে বিশ্বের সর্বকালের সেরা বডি বিল্ডার হিসেবেও।জন্মদিনে তাঁর বিষয়ে জানা যাক নানান অজানা তথ্য।
1/9অনেকেই জানেন না আর্নল্ডের পুরো নাম আর্নল্ড অ্যালোয়িস সোয়ার্জেনেগার।
2/9ছোট থেকেই নাৎসি মতাদর্শে ঘোরতর বিশ্বাসী বাবার সঙ্গে সম্পর্ক একেবারেই ভালো ছিল না ছোট্ট আর্নল্ডের। এতটাই তলানিতে এসে ঠেকেছিল সেই সম্পর্ক যে বাবার অন্ত্যেষ্টিক্রিয়াতেও আর যোগ দেননি তিনি।
3/9মাত্র ১৫ বছর বয়সে শরীরচর্চা শুরু করেছিলেন আর্নল্ড। রীতিমতো পেশাদারদের মতো। ফলও পেয়েছিলেন হাতেনাতে। মাত্র ২০ বছর বয়সে 'মিঃ ইউনিভার্স' এর খেতাব জিতেছিলেন তিনি। যা এখনও পর্যন্ত একটি রেকর্ড।
4/9১৮ বছর বয়সে ১ বছরের জন্য দেশের সেনাবাহিনীতে কাজ করেছিলেন এই হলি-তারকা। অভিনেতার মাতৃভূমি অস্ট্রিয়ার নিয়ম অনুযায়ী প্রতিটি অস্ট্রিয়ান নাগরিক সাবালক হলে অন্তত ১ বছর তাঁকে সেনাবাহিনীতে থাকতেই হবে।সেনাবাহিনীতে থাকাকালীন একবার নিয়ম না মানার ফলে এক সপ্তাহ জেল খাটতেও হয়েছিল তাঁকে!
5/9'গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস'-এ 'মানব ইতিহাসের সবথেকে সুন্দর ও সুঠাম চেহারা'-র অধিকারী হিসেবে লেখা রয়েছে আর্নল্ড-এর নাম।
6/9বিখ্যাত হলিউড অ্যাকশন ছবি সিরিজ 'ডাই হার্ড'-এর মুখ্যভূমিকার প্রস্তাব প্রথমে দেওয়া হয়েছিল আর্নল্ডকে। তবে তিনি সেই প্রস্তাব নাকচ করেন। এরপর সেই সুযোগ কাজে লাগান হলি-তারকা ব্রুস উইলিস। বাকিটা ইতিহাস। (ছবি সৌজন্যে - ইনস্টাগ্রাম)
7/9বর্তমানে আমেরিকার আইন অনুযায়ী কেবলমাত্র সেদেশে জন্মগ্রহণ করা নাগরিকরাই পারবেন প্রেসিডেন্ট খেতাব লড়াইয়ে অংশগ্ৰহণ করতে। তাই ক্যালিফোর্নিয়ার গভর্নর হয়েই ক্ষান্ত থাকতে হয়েছিল আর্নল্ডকে। নইলে তিনি অবশ্যই মার্কিন রাষ্ট্রপতি হওয়ার লড়াইয়ে সামিল হতেন।
8/9নিজের দীর্ঘ ফিল্মি কেরিয়ারে একবারই মাত্র গোল্ডেন গ্লোব পুরস্কার পেয়েছেন এই বিখ্যাত হলি-তারকা। তবে তা কিন্তু মোটেই তাঁর 'টার্মিনেটর' ছবির জন্য নয়। কেরিয়ারের প্রথম দিকে ১৯৭৭ সালে জেফ ব্রিজেস পরিচালিত 'স্টে হাংরি' ছবিতে অভিনয়ের দৌলতে এই পুরস্কার ঝুলিতে ভরেছিলেন তিনি।
9/9২০০৪ সালে হাওয়াই দ্বীপপুঞ্জে ছুটি কাটানোর সময় সমুদ্রের জল থেকে এক ডুবন্ত ব্যক্তিকে উদ্ধার করেছিলেন আর্নল্ড।