কমিশনার অফ রেলওয়ে সেফটির অনুমোদন মিললেই মেট্রে রেল চলবে শিয়াদহ স্টেশন পর্যন্ত। ডিসেম্বরেই এই স্টেশনে মেট্রো পরিষেবা চালু হতে পারে বলে জানা গিয়েছে। শিয়াদহ মেট্রো স্টেশনের কাজ প্রায় শেষ। একনজরে দেখুন শিয়ালদহ মেট্রো স্টেশনের সাজসজ্জা -
1/6মঙ্গলবার স্টেশন পরিদর্শন করে যান মেট্রোরেলের জেনারেল ম্যানেজার মনোজ যোশী। মেট্রো স্টেশনের কাজের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। জানা গিয়েছে আগামী এক মাসের মধ্যেই যাবতীয় কাজ শেষ হবে স্টেশনের।
2/6ফুলবাগান থেকে শিয়ালদহ পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা চালু হতে চলেছে শীঘ্রই। শিয়াদহ মেট্রো স্টেশনের কাজ প্রায় শেষ। কমিশনার অফ রেলওয়ে সেফটির অনুমোদন মিললেই মেট্রে রেল পরিষেবা চালু হবে এই স্টেশনে।