Ganesh Chaturthi Astrology Lucky Zodiacs 2022: অর্থলাভে গণেশ চতুর্থীর আগে, পরে সৌভাগ্য পাবেন কারা? রাশিফল কী বলছে!
Updated: 28 Aug 2022, 02:19 PM ISTGanesh Chaturthi Astrology 2022:গণেশ চতুর্থী পড়েছে ৩১ অগস্ট। আর গণেশ দেবের বিসর্জন উৎসব পালিত হবে অনন্ত চতুর্দশীর দিন ৯ সেপ্টেম্বর। এদিকে, ৩১ অগস্ট গণেশ চতুর্থীর দিন রয়েছে শুক্রের গোচর। তারফলে একাধিক রাশি পাবে সুফল। অন্যদিকে, গণেশ চতুর্থীর পরও সেপ্টেম্বরে দুই গ্রহের গতিবিধিতেও রয়েছে একটি রাশির সুফল। দেখে নেওয়া যাক গণেশ চতুর্থী ঘিরে জ্যোতিষমতের গণনা।
পরবর্তী ফটো গ্যালারি