Gold and Silver Price in Kolkata Today: লক্ষ্মীবারে কাঁদিয়ে ছাড়ল সোনা, আজ কলকাতায় কততে বিকোচ্ছে হলুদ ধাতু?
Updated: 21 Mar 2024, 03:43 PM ISTগত সপ্তাহে উথাপাথাল হয়েছিল সোনার রেটে। এই সপ্তাহেও তা জারি। গত পরশু কিছুটা কমেছিল হলুদ ধাতুর রেট। এরপর গতকাল বৃদ্ধি পায় সোনার দাম। আর আজ ফের একবার ঊর্ধ্বমুখী হল সোনার রেট। এদিকে আজ কলকাতায় রুপোর দামও বেড়েছে। এই আবহে জেনেন আজ কততে বিকোচ্ছে সোনা ও রুপো।
পরবর্তী ফটো গ্যালারি