গুড রিটার্নসের আপডেট অনুযায়ী, বৃহস্পতিবার ১ ডিসেম্বর কলকাতায় ২২ ক্যারাট গহনা সোনার দাম ৪৮,৫৫০ টাকা প্রতি ১০ গ্রাম। গতকালের তুলনায় দামের পরিবর্তন হয়নি।
1/5দেখতে দেখতে ডিসেম্বর মাস এসে গেল। বাংলায় বিয়ের বাজার একেবারে সরগরম। এমন সময়ে সোনার গয়নার চাহিদা বাড়ে। বাঙালি পরিবারে বিয়ে মানেই অল্প হলেও সবাই সোনা কেনেন। তাই এক নজরে দেখে নিন আজকের সোনার দামের আপডেট। ফাইল ছবি: পিটিআই (PTI)
2/5গুড রিটার্নসের আপডেট অনুযায়ী, বৃহস্পতিবার ১ ডিসেম্বর কলকাতায় ২২ ক্যারাট গহনা সোনার দাম ৪৮,৫৫০ টাকা প্রতি ১০ গ্রাম। গতকালের তুলনায় দামের পরিবর্তন হয়নি। ফাইল ছবি: পিটিআই (PTI)
3/5অন্যদিকে এইদিন ২৪ ক্যারাট সোনার দাম ৫২,৯৭০ টাকা প্রতি ১০ গ্রাম। গতকালের হিসাবে ২৪ ক্যারাট সোনার দামের বিশেষ হেরফের হয়নি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (PTI)
4/5এক্ষেত্রে উল্লেখ্য, বিভিন্ন দোকানে গহনা তৈরির মজুরির জন্য দামে কিছুটা পরিবর্তন হতে পারে। সেই সঙ্গে এর উপর করও প্রযোজ্য হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (PTI)
5/5বৃহস্পতিবার ১ ডিসেম্বর কলকাতায় রূপার দাম ৬২,৩০০ টাকা প্রতি কেজি। গতকালের তুলনায় দাম ১০০ টাকা কমেছে। ফাইল ছবি: পিক্সাবে (PTI)