1/7মঙ্গলবার জীবনের আরও একটি বসন্ত পার করে ফেললেন টলিউডের ‘রঙ্গবতী’ দেবলীনা কুমার। আর স্ত্রীর জন্মদিনে আদুরে শুভেচ্ছা বার্তা এল গৌরবের তরফে। (ইনস্টাগ্রাম)
2/7এমনিতে ভীষণ চাপা স্বভাবের গৌরব। আর দেবলীনা একদম উলটো। ‘সাহেবের চিঠি’র খলনায়িকা বাস্তবে ভীষণ মিষ্টি আর খুব মিশুকে। বউকে সারপ্রাইজ দিতে এদিন একটু ‘পিডিএ’ বা জনসমক্ষে প্রেম প্রদর্শন চলল ছোটপর্দার হ্যান্ডসাম নায়কের। (ইনস্টাগ্রাম)
3/7দেবলীনার সঙ্গে কাটানো নানান রোম্যান্টিক মুহূর্তের ছবি উঠে এল গৌরবের সোশ্যাল মিডিয়ার দেওয়ালে। কোথাউ বউকে জাপটে ধরে আছেন তিনি, কোথাউ আবার চাকস করে দেবলীনা চুমু খাচ্ছেন গৌরবের গালে। (ইনস্টাগ্রাম)
4/7আর ক্যাপশনে গৌরব লিখছেন, 'আজ আমার বউয়ের জন্মদিন। তাই সকলের সামনে ভালবাসা উজাড় করে দিলাম।' গৌরব-দেবলীনার প্রেম কাহিনি বেশ ফিল্মি। (ইনস্টাগ্রাম)
5/7২০২০ সালের ডিসেম্বরে মহানায়ক উত্তম কুমারের নাতি ও অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধতে আবদ্ধ হন তৃণমূল বিধায়কের কন্যা। তারপর থেকেই তারকা দম্পতির সোশ্যাল মিডিয়া পিডিএ নজর কাড়ে নেটিজেনের। (ছবি ইনস্টাগ্রাম) (ইনস্টাগ্রাম)
6/7নিজেদের প্রেম কোনওদিন গোপন রাখেননি দুজনে। প্রকাশ্যেই মেনে নিয়েছেন ভালোবাসার কথা। ২০১৭ সালে গৌরবের দিদির বাড়িতে লক্ষ্মী পুজোয় শরিক হয়েছিলেন দেবলীনা। সেখানে ধপাস করে প্রেমে পড়ে যান গৌরবের। (ইনস্টাগ্রাম)
7/7মাস কয়েকের মধ্যেই গৌরবের বোনের বিয়েতে গাঢ় হয় দুজনের রসায়ন। সেই শুরু। ডিভোর্সি গৌরবের সঙ্গে প্রেম? দু-বার ভাবেননি দেবলীনা। শুরু থেকেই একইরকম মজবুত তাঁদের সম্পর্ক। (ইনস্টাগ্রাম)