৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, ক্রয়-বিক্রয়,... more
৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, ক্রয়-বিক্রয়, মজুত করার উপর নিষেধাজ্ঞা জারি ছিল। ২৯ অক্টোবর নিষেধাজ্ঞা উঠতেই শুক্রবার রাত থেকে ফের পদ্মায় ইলিশ ধরতে নেমে পড়েন মৎস্যজীবীরা।
1/4শনিবার সকাল থেকে পদ্মাপাড়ের আড়তগুলিতে লাখ লাখ টাকার ইলিশ মাছ বিক্রি শুরু হল। বাংলাদেশের বিভিন্ন জেলায় পৌঁছে যাচ্ছে ইলিশ মাছ। এদিকে মাছের সরবরাহ শুরু হতেই ইলিশ মাছের দাম আগের তুলনায় অনেকটাই কমল। (HT_PRINT)
2/4ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যেই ৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, ক্রয়-বিক্রয়, মজুত করার উপর নিষেধাজ্ঞা জারি ছিল। তবে শুক্রবার রাত থেকে সেই নিষেধাজ্ঞা উঠে যায়। এরপরই ফের ইলিশ ধরা শুরু করেন মৎস্যজীবীরা। (HT_PRINT)
3/4বাজারে নতুন ইলিশ মাছ পেয়ে উচ্ছ্বসিত ক্রেতা ও বিক্রেতারা। ঘাটগুলোতে পাইকার, আড়তদার ও জেলেদের ব্যস্ততা চোখে পড়ার মতো। এদিকে বাংলাদেশে ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা উঠতেই খুশি এপার বাংলার খাদ্যপ্রেমীরাও। কারণ শীতকালে এপার বাংলায় ইলিশ আমদানি হতে পারে। (HT_PRINT)
4/4এদিকে নিষেধাজ্ঞার সময়কালে ইলিশ ধরায় মোট বরিশাল, চাঁদপুর, ভোলায় প্রচুর মামলা রুজু হয়। প্রচুর মৎস্যজীবীকে জেলে পাঠায় ভ্রাম্যমাণ আদালত। কয়েক লাখ টাকার জরিমানা আদায় করা হয়েছে। কয়েক টন ইলিশ ও কয়েক লাখ মিটার জাল বাজেয়াপ্ত করা হয়েছে। (HT_PRINT)