How to dispose of National Flags: সদ্য স্বাধীনতা দিবস (Independence Day 2022) গিয়েছে। তারপর অনেক ক্ষেত্রেই জাতীয় পতাকা নিয়ে অবহেলার ছবি ধরা পড়ে। তবে কোনওরকমভাবে জাতীয় পতাকার অবমাননা করা যায় না। তাই ক্ষতিগ্রস্ত হয়ে গেলে জাতীয় পতাকা কী করবেন, তা দেখে নিন -
1/2ভারতের ফ্ল্যাগ কোডের ২.২ অনুচ্ছেদ অনুযায়ী, জাতীয় পতাকা যদি ক্ষতিগ্রস্ত হয় বা কাদা লেগে যায়, তাহলে লোকচক্ষুর আড়ালে পুরোটা পুড়িয়ে বা পতাকার মর্যাদা অক্ষুণ্ণ রেখে অন্য কোনও উপায় পতাকা নষ্ট করতে হবে। (ছবি সৌজন্যে পিটিআই)
2/2যদি জাতীয় পতাকা কাগজের তৈরি হয় ও আমজনতা ব্যবহার করেন, তাহলে তা মাটিতে ফেলে দেওয়া যাবে না। জাতীয় পতাকার মর্যাদা অক্ষুণ্ণ রেখে লোকচক্ষুর আড়ালে তা নষ্ট করতে হবে। (ছবি সৌজন্যে পিটিআই)