২ কোটি টাকার কম পরিমাণের স্থায়ী আমানতের উপর সুদের হার বৃদ্ধির ঘোষণা করল বেসরকারি আইসিআইসিআই ব্যাঙ্ক। ২৯ অক্টোবর থেকে নয়া এই সুদের হার প্রযোজ্য হয়েছে। ব্যাঙ্কের ওয়েবসাইট অনুযায়ী, সর্বোচ্চ ৫০ বেসিস পয়েন্ট বা ০.৫ শতাংশ হারে সুদ বৃদ্ধি করা হয়েছে স্থায়ী আমানতের উপর। এর আগে ১৮ অক্টোবরই ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি করেছিল আইসিআইসিআই। এদিকে আইসিআইসিআই ব্যাঙ্কের ‘গোল্ডেন ইয়ারস’ স্কিমের মেয়াদও বৃদ্ধি করা হয়েছে।
1/6প্রসঙ্গত, ব্যাঙ্কটি এখন ৭ থেকে ২৯ দিন মেয়াদের স্থায়ী আমানতের উপর ৩ শতাংশ, ৩০ থেকে ৪৫ দিন মেয়াদের স্থায়ী আমানতের উপর ৩.৫ শতাংশ, ৪৬ থেকে ৯০ দিন মেয়াদী আমানতের উপর ৩.৭৫ শতাংশ সুদ দেয়৷ (ছবি - ব্লুমবার্গ) (Bloomberg)
2/6তাছাড়া ৯১ থেকে ১২০ দিন মেয়াদের স্থায়ী আমানতের উপর ৪.৫ শতাংশ, ১২১ থেকে ১৫০ দিনের স্থায়ী আমানতের জন্য ৪.৫ শতাংশ, ১৫১ থেকে ১৮৪ দিনের আমানতের জন্য ৪.৫ শতাংশ হারে সুদ দিচ্ছে। (ছবি - ব্লুমবার্গ) (Bloomberg)
3/6তাছাড়া ১৮৫ থেকে ২১০ দিন, ২১১ থেকে ২৭০ দিন এবং ২৭১ থেকে ২৮৯ দিনের মেয়াদী স্থায়ী আমানতগুলির উপর ৫.২৫ শতাংশ হারে সুদ দিচ্ছে ব্যাঙ্ক। ২৯০ দিন থেকে এক বছরের আমানতের উপর ৫.৫ শতাংশ হারে সুদ দিচ্ছে ব্যাঙ্ক। (Bloomberg)
4/6১ বছর থেকে ৩৮৯ দিন, ৩৯০ দিন থেকে ১৫ মাস, ১৫ থেকে ১৮ মাস মেয়াদী স্থায়ী আমানতগুলির উপর ৬.১ শতাংশ হারে সুদ দিচ্ছে ব্যাঙ্ক। এছাড়া ১৮ মাস থেকে ২ বছর মেয়াদী স্থায়ী আমানদের উপর ৬.১৫ শতাংশ হারে সুদ দিচ্ছে ব্যাঙ্ক। (Bloomberg)
5/6২ থেকে ৩ বছর মেয়াদের স্থায়ী আমানতের উপর ৬.২ শতাংশ, ৩ থেকে পাঁচ বছরের জন্য ৬.৩৫ শতাংশ এবং ৫ বছরের বেশি সমেয়র জন্য স্থায়ী আমানতের উপর ৬.২৫ শতাংশ হারে সুদ দেয় আইসিআইসিআই ব্যাঙ্ক। এই সব ক্ষেত্রেই ৫০ বেসিস পয়েন্ট অতিরিক্ত হাসের সুদ পাবেন প্রবীণ নাগরিকরা। তবে ৩ থেকে ৫ বছর মেয়াদের স্থায়ী আমানতের ক্ষেত্রে প্রবীণ নাগরিকরা ৭০ বেসিস পয়েন্ট অতিরিক্ত হারে সুদ পাবেন। (Bloomberg)
6/6প্রবীণ নাগরিকদের জন্য ‘গোল্ডেন ইারস’ নামক একটি বিশেষ স্থায়ী আমানতের স্কিম চালু করেছিল আইসিআইসিআই ব্যাঙ্ক। এই এফডি প্ল্যান চালু হয়েছিল ২০২০ সালের ২০ মে। ২০২২ সালের ৩১ অক্টোবর শেষ হওয়ার কথা ছিল এই স্কিমটির মেয়াদ। তবে তা বাড়িয়ে এবার ৭ এপ্রিল করা হয়েছে। এই স্কিমের আওতায় ০.৫০% অতিরিক্ত সুদের পাশাপাশি আরও বাড়তি ০.১০% হারে বেশি সুদ পান প্রবীণ নাগরিকরা। সাধারণত, ৫ বছর ১ দিন থেকে ১০ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটের উপর ৬% সুদের হার প্রযোজ্য হয়। তবে, প্রবীণ নাগরিকরা ৬.৬০% সুদের হার পান এই স্কিমে। (Bloomberg)