বাংলা নিউজ > ছবিঘর > Rain Alert By IMD: অশনি কাঁটা দূর হতেই নতুন করে কালো মেঘ আকাশে, ১৫ জায়গায় জারি বৃষ্টির সতর্কতা

Rain Alert By IMD: অশনি কাঁটা দূর হতেই নতুন করে কালো মেঘ আকাশে, ১৫ জায়গায় জারি বৃষ্টির সতর্কতা

Rain Alert: ঘূর্ণিঝড় অশনি নিম্নচাপে পরিণত হওয়ার পরদিনই দেশের একাধিক রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে বৃষ্টির সতর্কতা জারি করেছে ভারতের মৌসম ভবন। আবহাওয়া বিভাগ জানিয়ে দিয়েছে দেশের মোট ১৫টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে বৃষ্টি হবে আগামী ১৮ মে পর্যন্ত। এর মধ্যে উত্তরপূর্ব ও দক্ষিণের রাজ্যগুলি শামিল রয়েছে। 

অন্য গ্যালারিগুলি