HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ছবিঘর > IND vs AUS 2nd ODI Updates: অশ্বিন-জাদেজার জোড়া ফলায় বিদ্ধ অজিরা, ছবির অ্যালবামে ইন্দোরের ভারত-অস্ট্রেলিয়া লড়াই

IND vs AUS 2nd ODI Updates: অশ্বিন-জাদেজার জোড়া ফলায় বিদ্ধ অজিরা, ছবির অ্যালবামে ইন্দোরের ভারত-অস্ট্রেলিয়া লড়াই

India vs Australia 2nd ODI: রবিবার দ্বিপাক্ষিক সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে সম্মুখসমরে নামে ভারত-অস্ট্রেলিয়া। ইন্দোরের হোলকার স্টেডিয়ামের এই লড়াইয়ের গুরুত্বপূর্ণ ঘটনাবলিতে চোখ রাখুন।

1/33 ভারতের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে টস জেতে অস্ট্রেলিয়া। টস জিতে অজি দলনায়ক স্টিভ স্মিথ শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান টিম ইন্ডিয়াকে। সুতরাং, ইন্দোরে রান তাড়া করবে অস্ট্রেলিয়া। ভারত অধিনায়ক লোকেশ রাহুল স্পষ্ট জানান যে, তিনিও টস জিতলে রান তাড়া করার সিদ্ধান্ত নিতেন।। ছবি- টুইটার।
2/33 দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের ঠিক আগে বিসিসিআইয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয় যে, জসপ্রীত বুমরাহ এই ম্যাচে মাঠে নামবেন না। পরিবারের সঙ্গে দেখা করার জন্য বুমরাহকে অল্প সময়ের জন্য ছুটি দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ফলে তিনি দলের সঙ্গে ইন্দোরে যাননি। জসপ্রীতের পরিবর্ত হিসেবে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের স্কোয়াডে ঢুকেছেন বাংলার পেসার মুকেশ কুমার। বুমরাহ রাজকোটের তৃতীয় ওয়ান ডে ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেবেন।। ছবি- এপি।
3/33 ভারতের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে মাঠে নামেননি প্যাট কামিন্স। তাঁর পরিবর্তে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিতে নামেন স্টিভ স্মিথ। চোট নয়, বিশ্বকাপের আগে বিশ্রাম নিতেই মাঠের বাইরে থাকার সিদ্ধান্ত নেন কামিন্স। অস্ট্রেলিয়া এই ম্যাচে মাঠে নামায় ডেভিড ওয়ার্নার, ম্যাথিউ শর্ট, স্টিভ স্মিথ (ক্যাপ্টেন), মার্নাস ল্যাবুশান, জোশ ইংলিস, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, শন অ্যাবট, অ্যাডাম জাম্পা, জোশ হেজেলউড ও স্পেনসার জনসনকে। ছবি- বিসিসিআই।
4/33 ভারত এই ম্যাচে মাঠে নামায় শুভমন গিল, রুতুরাজ গায়কোয়াড়, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (ক্যাপ্টেন ও উইকেটকিপার), ইশান কিষান, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা (ভাইস ক্যাপ্টেন), রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, প্রসিধ কৃষ্ণা ও মহম্মদ শামিকে। ছবি- বিসিসিআই।
5/33 শুভমন গিলের সঙ্গে ওপেন করতে নামেন রুতুরাজ গায়কোয়াড়। অস্ট্রেলিয়ার হয়ে নতুন বলে দৌড় শুরু করেন অভিষেককারী স্পেনসার জনসন। ম্যাচের প্রথম বলেই চার মেরে খাতা খোলেন রুতুরাজ গায়কোয়াড়। তৃতীয় বলে আরও ১টি চার মারেন তিনি। জনসনের ১টি ওয়াইড বল বাউন্ডারির বাইরে চলে যায়। প্রথম ওভারে কোনও উইকেট না হারিয়ে ১৩ রান সংগ্রহ করে ভারত। ছবি- এপি।
6/33 ৩.৪ ওভারে জোশ হেজেলউডের বলে উইকেটকিপার অ্যালেক্স ক্যারির দস্তানায় ধরা পড়েন রুতুরাজ গায়কোয়াড়। ২টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ৮ রান করেন তিনি। ভারত দলগত ১৬ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শ্রেয়স আইয়ার। ছবি- এপি।
7/33 ভারতীয় ইনিংসের ৯.৫ ওভার খেলা হওয়ার পরে বৃষ্টিতে ম্যাচ সাময়িকভাবে থমকে যায়। ভারতের স্কোর তখন ১ উইকেটে ৭৯ রান। শুভমন গিল ৩২ ও শ্রেয়স আইয়ার ৩৪ রানে ব্যাট করছিলেন। ছবি- পিটিআই।
8/33 ১৩.১ ওভারে ক্যামেরন গ্রিনকে ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন শুভমন গিল। ২টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩৭ বলে হাফ-সেঞ্চুরির গণ্ডি টপকে যান তিনি। ছবি- এএফপি।
9/33 ১৫.৫ ওভারে জনসনের বলে ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শ্রেয়স আইয়ার। ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪২ বলে অর্ধশতরানের গণ্ডি টপকে যান তিনি। ছবি- এপি।
10/33 ১০টি চার ও ৩টি ছক্কার সাহায্যে মাত্র ৮৬ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন শ্রেয়স আইয়ার। ওয়ান ডে ক্রিকেটে এটি তাঁর ৩ নম্বর সেঞ্চুরি। ২৯.৫ ওভারে জাম্পার বলে ১ রান নিয়ে তিন অঙ্কের রানে পৌঁছে যান শ্রেয়স। ছবি- এএফপি।
11/33 ৩০.৫ ওভারে শন অ্যাবটের বলে ছক্কা হাঁকাতে গিয়ে ম্য়াথিউ শর্টের হাতে ধরা পড়েন শ্রেয়স আইয়ার। ১১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৯০ বলে ১০৫ রান করে মাঠ ছাড়েন তিনি। ভারত দলগত ২১৬ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন লোকেশ রাহুল। ছবি- এএফপি।
12/33 ৬টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৯২ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন শুভমন গিল। ওয়ান ডে ক্রিকেটে এটি গিলের ৬ নম্বর সেঞ্চুরি। ৩২.৬ ওভারে অ্যাবটের বলে ১ রান নিয়ে তিন অঙ্কের রানে পৌঁছে যান শুভমন। ছবি- এএফপি।
13/33 ৩৪.৫ ওভারে ক্যামেরন গ্রিনের বলে বড় শট নেওয়ার চেষ্টা করেন শুভমন গিল। বল ঠিক মতো কানেক্ট হয়নি ব্যাটে। ফলে বল আকাশে তুলে বসেন তিনি। উইকেটকিপার অ্যালেক্স ক্যারি ক্যাচ ধরতে ভুল করেননি। ৬টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৯৭ বলে ১০৪ রান করে মাঠ ছাড়েন গিল। ভারত দলগত ২৪৩ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ইশান কিষান। ছবি- পিটিআই।
14/33 ৪০.২ ওভারে অ্যাডাম জাম্পার বলে বড় শট নেওয়ার চেষ্টায় উইকেটকিপার অ্যালেক্স ক্যারির দস্তানায় ধরা পড়েন ইশান কিষান। গিলের মতো তিনিও বল আকাশে তুলে বসেন। ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৮ বলে ৩১ রান করে মাঠ ছাড়েন ইশান। ভারত দলগত ৩০২ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব। ছবি- এপি।
15/33 ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে মাত্র ৩৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন লোকেশ রাহুল। ৪৪.১ ওভারে অ্যাবটের বলে ১ রান নিয়ে অর্ধশতরানের গণ্ডি টপকে যান তিনি। ছবি- এএফপি।
16/33 ৪৫.৬ ওভারে গ্রিনের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন লোকেশ রাহুল। ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৮ বলে ৫২ রান করে সাজঘরে ফেরেন রাহুল। ভারত ৩৫৫ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রবীন্দ্র জাদেজা। ছবি- পিটিআই।
17/33 ৩টি চার ও ৫টি ছক্কার সাহায্যে মাত্র ২৪ বলে ধ্বংসাত্মক হাফ-সেঞ্চুরি করেন সূর্যকুমার যাদব। ৪৬.২ ওভারে অ্যাবটের বলে ১ রান নিয়ে অর্ধশতরানের গণ্ডি টপকে যান তিনি। ছবি- বিসিসিআই টুইটার।
18/33 ভারত নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৩৯৯ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। সুতরাং, জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ৪০০ রান। ৬টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৩৭ বলে ৭২ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে অপরাজিত থাকেন সূর্যকুমার যাদব। ১টি বাউন্ডারির সাহায্যে ৯ বলে ১৩ রান করে নট-আউট থাকেন রবীন্দ্র জাদেজা। ছবি- এপি।
19/33 ডেভিড ওয়ার্নারের সঙ্গে ওপেন করতে নামেন ম্যাথিউ শর্ট। যদিও অস্ট্রেলিয়াকে শক্ত ভিতে বসিয়ে দিতে পারেনি ওপেনিং জুটি। ১.২ ওভারে প্রসিধ কৃষ্ণার বলে থার্ডম্যান বাউন্ডারিতে রবিচন্দ্রন অশ্বিনের হাতে ধরা পড়েন ম্যাথিউ শর্ট। ২টি বাউন্ডারির সাহায্যে ৮ বলে ৯ রান করে মাঠ ছাড়েন তিনি। অস্ট্রেলিয়া দলগত ৯ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন স্টিভ স্মিথ। ছবি- পিটিআই।
20/33 পরপর ২ বলে ২টি উইকেট তুলে নেন প্রসিধ কৃষ্ণা। ১.৩ ওভারে প্রসিধের বলে স্লিপে শুভমন গিলের হাতে ধরা পড়েন সদ্য ক্রিজে আসা স্টিভ স্মিথ। গোল্ডেন ডাকে মাঠ ছাড়েন তিনি। অস্ট্রেলিয়া দলগত ৯ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মার্নাস ল্যাবুশান। ছবি- এএফপি।
21/33 ইনিংসের নবম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় অস্ট্রেলিয়া। তাদের স্কোর ২ উইকেটে ৫৬ রান। নবম ওভারের খেলা শেষ হওয়া মাত্রই বৃষ্টিতে থমকায় ম্যাচ। ডেভিড ওয়ার্নার তখন ২৪ বলে ২৬ রান করেছেন। মেরেছেন ৫টি চার। ২১ বলে ১৭ রান করেছেন মার্নাস ল্যাবুশান। তিনি ৩টি চার মেরেছেন। ছবি- পিটিআই।
22/33 ১২.৫ ওভারে রবিচন্দ্রন অশ্বিনের ক্যারম বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন মার্নাস ল্যাবুশান। ৪টি বাউন্ডারির সাহায্যে ৩১ বলে ২৭ রান করে সাজঘরে ফেরেন তিনি। অস্ট্রেলিয়া ৮৯ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জোশ ইংলিস। ছবি- এএফপি।
23/33 ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৮ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন ডেভিড ওয়ার্নার। ১৩.২ ওভারে জাদেজার বলে ১ রান নেওয়ার চেষ্টা করেন তিনি। তবে ওভার থ্রোয়ে আরও ৪ রান উপহার পান ওয়ার্নার। সেই বলে ৫ রান ওঠে। ছবি- পিটিআই।
24/33 ১৪.১ ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন ডেভিড ওয়ার্নার। যদিও বল ডেভিডের ব্যাটে লাগার পরে প্যাডে লাগে। ব্যাটসম্যান নিজেই তা বুঝতে পারেননি। ফলে রিভিউ নেননি ওয়ার্নার। ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৯ বলে ৫৩ রান করে সাজঘরে ফেরেন ডেভিড। অস্ট্রেলিয়া দলগত ১০০ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অ্যালেক্স ক্যারি। ছবি- এএফপি।
25/33 একই ওভারে জোড়া উইকেট তুলে নেন রবিচন্দ্রন অশ্বিন। ১৪.৫ ওভারে অশ্বিনের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন জোশ ইংলিস। রিভিউ নিয়েও বাঁচেননি তিনি। ১টি বাউন্ডারির সাহায্যে ৯ বলে ৬ রান করে মাঠ ছাড়েন ইংলিস। অস্ট্রেলিয়া দলগত ১০১ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ক্যামেরন গ্রিন। ছবি- এপি।
26/33 ১৮.২ ওভারে রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন অ্যালেক্স ক্যারি। ২টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ১৪ রান করে সাজঘরে ফেরেন তিনি। অস্ট্রেলিয়া ১২৮ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শন অ্যাবট। ছবি- এপি।
27/33 ১৯.৫ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন ক্যামেরন গ্রিন। ইশান কিষানের থ্রোয়ে বল সরাসরি স্টাম্পে গিয়ে লাগে। গ্রিন ততক্ষণে ক্রিজে পৌঁছে গিয়েছিলেন। তবে তিনি ঠিক সময়ে ব্যাট পিচে ঠেকাননি। ব্যাট হাওয়ায় থাকায় রান-আউট হয়ে মাঠ ছাড়তে হয় গ্রিনকে। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৩ বলে ১৯ রান করে মাঠ ছাড়েন ক্যামেরন। অস্ট্রেলিয়া দলগত ১৩৫ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অ্যাডাম জাম্পা। ছবি- এপি।
28/33 ২০.৪ ওভারে জাদেজার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন অ্যাডাম জাম্পা। ১টি বাউন্ডারির সাহায্যে ৫ বলে ৫ রান করে সাজঘরে ফেরেন তিনি। অস্ট্রেলিয়া দলগত ১৪০ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জোশ হেজেলউড। ছবি- এপি।
29/33 পরপর ২ ওভারে ২ বার জীবনদান পান জোশ হেজেলউড। ২১.৪ ওভারে প্রসিধ কৃষ্ণার বলে জোশ হেজেলউডের সহজ ক্যাচ ছাড়েন শার্দুল ঠাকুর। ২২.৬ ওভারে জাদেজার বলে অজি তারকার একই রকম সহজ ক্যাচ ছাড়েন রুতুরাজ গায়কোয়াড়। ছবি- এপি।
30/33 ৪টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ২৯ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন শন অ্যাবট। ২৬.৩ ওভারে অশ্বিনের বলে ছক্কা হাঁকিয়ে হাফ-সেঞ্চুরির গণ্ডি টপকে যান তিনি। ছবি- এপি।
31/33 ২৭.৬ ওভারে মহম্মদ শামির বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন জোশ হেজেলউড। ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৬ বলে ২৩ রান করে সাজঘরে ফেরেন তিনি। অস্ট্রেলিয়া দলগত ২১৭ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন স্পেনসার জনসন। ছবি- পিটিআই।
32/33 ২৮.২ ওভারে রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন শন অ্যাবট। ৪টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৩৬ বলে ৫৪ রান করে সাজঘরে ফেরেন তিনি। ছবি- পিটিআই।
33/33 ভারতের ৫ উইকেটে ৩৯৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৯ ওভারে ২ উইকেটের বিনিময়ে ৫৬ রান তোলার পরে বৃষ্টিতে ম্যাচ থমকে যায়। বৃষ্টির পরে পুনরায় খেলা শুরু হলে অস্ট্রেলিয়ার পরিবর্তিত টার্গেট দাঁড়ায় ৩৩ ওভারে ৩১৭ রানের। শেষমেশ ২৮.২ ওভারে ২১৭ রানে অল-আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ৯৯ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। এই জয়ের সুবাদে ১ ম্যাচ বাকি থাকতেই ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজ জয় নিশ্চিত করে টিম ইন্ডিয়া। অশ্বিন ও জাদেজা ৩টি করে উইকেট নেন। ম্যাচের সেরা হন শ্রেয়স। ছবি- এএনআই।

Latest News

ভোটের 'পঞ্চমীতে' ঝড়-বৃষ্টি বনগাঁয়! লণ্ডভণ্ড ভোটগ্রহণ, ভেঙে পড়ল ছাউনি সুস্পষ্ট দীপিকার বেবি বাম্প, ৫ মাসের প্রেগন্যান্ট বউকে আগলে ভোট দিলেন রণবীর চট্টগ্রাম থেকে বিপুল পরিমাণ উদ্বাস্তু আশ্রয় নিয়েছে মিজোরামে, হঠাৎ কী এমন ঘটল?‌ কোটিপতি পরিবারের উত্তরাধিকারী হীরামান্ডির ‘আলমজেব’ শরমিনের বর, কে এই আমন মেহতা? ধমকালেন লকেট, রাস্তা থেকে মমতার ছেঁড়া ছবি তুললেন রচনা ‘দুঃসময় পাশে আছে ভারত’, দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে শোকবার্তা মোদীর রাইসির মৃত্যুতে শোক প্রকাশ মোদীর, কে হবেন ইরানের পরবর্তী প্রেসিডেন্ট? 'ঠাস-ঠাস করে চড় মারল মহিলা, বাঁচান আমায়', ভোটকেন্দ্রে আকুতি ‘অঙ্কের স্যার’-র SA সিরিজের জন্য WI দল ঘোষণা, IPL 2024-এর কারণে শক্তিশালী দল গড়তে পারেনি উইন্ডিজ মা হলেন ইয়ামি গৌতম, হিন্দুশাস্ত্র মেনে সন্তানের নাম, ছেলে হল না মেয়ে?

Latest IPL News

SA সিরিজের জন্য WI দল ঘোষণা, IPL 2024-এর কারণে শক্তিশালী দল গড়তে পারেনি উইন্ডিজ হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে পারেনি… PBSK-র ব্যর্থতার কারণ জানালেন সঞ্জয় বাঙ্গার IPL-র স্বার্থে বড় আত্মত্যাগ ক্যারিবিয়ানদের, অধিনায়ককে ছাড়াই নামছে T20 সিরিজে ধোনির ভবিষ্যত কি সেটা ও ভালো করেই জানে:- মাহির প্রশংসা করে এরিক সিমন্সের মন্তব্য IPL 2024: ধোনির ১১০ মিটারের ছক্কায় 'রিঙ্কু ভীতি' গ্রাস করেছিল যশ দয়ালের বাবাকে কোহলি একা নন, ধোনির সঙ্গে ড্রেসিংরুমে দেখা করতে যান এই প্রাক্তন RCB তারকাও T20 WC 2024-এর আগে রোহিতদের সতর্ক করলেন রায়না, হার্দিকের ফর্ম নিয়েও মুখ খুললেন MI ছাড়ছেন রোহিত? ভক্তদের হার্টবিট বাড়িয়ে দিল হিটম্যানের পোস্ট, শুরু জল্পনা ভারতের তরুণ ওপেনারকে বল করতে ভয় পাচ্ছেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক প্যাট কামিন্স! সঞ্জুদের কপাল পোড়াল বৃষ্টি, ভেস্তে যাওয়া ম্যাচ থেকে ১ পয়েন্ট নিয়ে এলিমিনেটরে RR

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ