IND vs AUS: অনবদ্য ১৬৫ রানের জুটি- সিধু-কাম্বলি থেকে রবিন-জাদেজা- সকলের রেকর্ড গুঁড়িয়ে নতুন জয়ধ্বজা ওড়ালেন কোহলি-রাহুল
Updated: 08 Oct 2023, 11:30 PM ISTভারতের ইনিংসের প্রথম দু’ওভারে ২ রানে ৩ উইকেট পড়ে গিয়েছিল। দেশের মাটিতে বিশ্বকাপে এর থেকে খারাপ শুরু হতে পারে না। কিন্তু কোহলি ও রাহুল মিলে বদলে দিলেন ম্যাচের রং। সেই সঙ্গে ১৬৫ রানের পার্টনারশিপ গড়ে করে ফেললেন একাধিক নজিরও।
পরবর্তী ফটো গ্যালারি