Asia Cup 2023: শেষ ৫টি ভারত-পাক ODI ম্য়াচে একতরফা দাপট রোহিতদের, তবে ‘কামারের এক ঘা’ দেন বাবররা
Updated: 28 Aug 2023, 11:37 PM IST২ সেপ্টেম্বর পাল্লেকেলেতে পাকিস্তানের বিরুদ্ধে হাই-ভোল্টেজ লড়াই দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করছে ভারত। অঘটন না ঘটলে এবারের এশিয়া কাপে ২ বার, এমনকি ৩ বার ভারত-পাক মহারণের সাক্ষী থাকতে পারেন ক্রিকেটপ্রেমীরা। আপাতত দেখে নেওয়া যাক শেষ ৫টি ভারত-পাকিস্তান ওয়ান ডে ম্যাচের ফলাফল। ৪-১ ব্যবধানে এগিয়ে রোহিতরা।
পরবর্তী ফটো গ্যালারি