HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ছবিঘর > Asia Cup 2023 Final: এবার লঙ্কায় আগুন ধরালেন সিরাজ, চ্যাম্পিয়ন ভারত, ছবির অ্যালবামে IND vs SL ফাইনালের লড়াই

Asia Cup 2023 Final: এবার লঙ্কায় আগুন ধরালেন সিরাজ, চ্যাম্পিয়ন ভারত, ছবির অ্যালবামে IND vs SL ফাইনালের লড়াই

India vs Sri Lanka Asia Cup 2023 Final Match: রবিবার এশিয়া কাপ ২০২৩-এর ফাইনালে সম্মুখসমরে নামে ভারত-শ্রীলঙ্কা। কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামের সেই লড়াইয়ের গুরুত্বপূর্ণ ঘটনাবলিতে চোখ রাখুন।

1/18 

ভারতের বিরুদ্ধে এশিয়া কাপ ২০২৩-এর ফাইনালে টস জেতে শ্রীলঙ্কা। টস জিতে দাসুন শানাকা শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, কলম্বোয় রান তাড়া করতে হবে ভারতকে। যদিও রোহিত শর্মা জানান যে, তিনি টস জিতলেও শুরুতে ব্যাট করার সিদ্ধান্তই নিতেন। ছবি- এপি।

2/18 চোট পেয়ে ছিটকে যাওয়া অক্ষর প্যাটেলের বদলে স্পিনার অল-রাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে তড়িঘড়ি দেশ থেকে উড়িয়ে এনেছে ভারত। ফাইনালে মাঠে নামার সুযোগও পেয়ে যান ওয়াশিংটন। এছাড়া সুপার ফোরে বাংলাদেশের বিরুদ্ধে ৫ জন তারকাকে বিশ্রাম দিয়েছিল ভারত, তাঁরা সকলেই ফাইনালের প্রথম একাদশে ফেরেন। অর্থাৎ, মাঠে ফেরেন বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ। রিজার্ভ বেঞ্চে ফেরেন সূর্যকুমার যাদব, তিলক বর্মা, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি ও প্রসিধ কৃষ্ণা। ছবি- বিসিসিআই।
3/18 ভারত ফাইনালে মাঠে নামায় রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, ইশান কিষান, বিরাট কোহলি, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (ভাইস ক্যাপ্টেন), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজকে। ছবি- এএফপি।
4/18 শ্রীলঙ্কা ফাইনালে মাঠে নামায় পাথুম নিশঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), সাদিরা সমরাবিক্রমে, চরিথ আসালঙ্কা, ধনঞ্জয়া ডি'সিলভা, দাসুন শানাকা (ক্যাপ্টেন), দুনিথ ওয়েলালাগে, দুশান হেমন্ত, প্রমোদ মদুশান ও মাথিসা পথিরানাকে। ছবি- এপি।
5/18 প্রথম ওভারেই ভারতকে সাফল্য এনে দেন জসপ্রীত বুমরাহ। ০.৩ ওভারে জসপ্রীতের বলে লোকেশ রাহুলের দস্তানায় ধরে পড়েন শ্রীলঙ্কা ওপেনার কুশল পেরেরা। ২ বল খেলে খাতা খুলতে পারেননি পেরেরা। শ্রীলঙ্কা ১ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কুশল মেন্ডিস। ছবি- এপি।
6/18 ৩.১ ওভারে মহম্মদ সিরাজের বলে রবীন্দ্র জাদেজার হাতে ধরা দেন পাথুম নিশঙ্কা। ৪ বলে ২ রান করে মাঠ ছাড়েন তিনি। শ্রীলঙ্কা দলগত ৮ রানে দুই ওপেনারের উইকেট হারিয়ে বসে। ব্যাট করতে নামেন সাদিরা সমরাবিক্রমে। ছবি- এএফপি।
7/18 ৩.৩ ওভারে সিরাজের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন সদ্য ক্রিজে আসা সাদিরা সমরাবিক্রমে। রিভিউ নিয়েও বাঁচেননি তিনি। ২ বল খেলে খাতা খুলতে পারেননি সাদিরা। শ্রীলঙ্কা দলগত ৮ রানে ৩ উইকেট হারায়। ইনিংসের চতুর্থ ওভারে এটি সিরাজের দ্বিতীয় শিকার। ব্যাট করতে নামেন চরিথ আসালঙ্কা। ছবি- এএফপি।
8/18 ৩.৪ ওভারে সিরাজের বলে ইশান কিষানের হাতে ধরা পড়েন চরিথ আসালঙ্কা। গোল্ডেন ডাকে সাজঘরে ফেরেন তিনি। শ্রীলঙ্কা দলগত ৮ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ধনঞ্জয়া ডি'সিলভা। ইনিংসের চতুর্থ ওভারে এটি সিরাজের তৃতীয় শিকার। ছবি- এপি।
9/18 ৩.৬ ওভারে সিরাজের বলে লোকেশ রাহুলের দস্তানায় ধরা পড়েন ধনঞ্জয়া ডি'সিলভা। ২ বলে ৪ রান করে মাঠ ছাড়েন তিনি। শ্রীলঙ্কা দলগত ১২ রানে ৫ উইকেট হারায়। ইনিংসের চতুর্থ ওভারে সিরাজের এটি চতুর্থ শিকার। ব্যাট করতে নামেন দাসুন শানাকা। ছবি- এএফপি।
10/18 ৫.৪ ওভারে সিরাজের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন দাসুন শানাকা। ৪ বল খেলেও খাতা খুলতে পারেননি শ্রীলঙ্কা দলনায়ক। শ্রীলঙ্কা দলগত ১২ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দুনিথ ওয়েলালাগে। ম্যাচে সিরাজের এটি পঞ্চম শিকার। ছবি- এপি।
11/18 ১১.২ ওভারে মহম্মদ সিরাজের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন কুশল মেন্ডিস। ৩টি বাউন্ডারির সাহায্যে ৩৪ বলে ১৭ রান করে মাঠ ছাড়েন তিনি। শ্রীলঙ্কা দলগত ৩৩ রানের মাথায় ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দুশান হেমন্ত। ম্যাচে সিরাজের এটি ষষ্ঠ শিকার। ছবি- এএফপি।
12/18 ১২.৩ ওভারে হার্দিক পান্ডিয়ার বলে লোকেশ রাহুলের দস্তানায় ধরা পড়েন দুনিথ ওয়েলালাগে। ২১ বল খেলে ৮ রান করেন দুনিথ। শ্রীলঙ্কা দলগত ৪০ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন প্রমোদ মদুশান। ছবি- এপি।
13/18 ১৫.১ ওভারে হার্দিক পান্ডিয়ার বলে বিরাট কোহলির হাতে ধরা পড়েন প্রমোদ মদুশান। ৬ বলে ১ রান করে মাঠ ছাড়েন তিনি। ৫০ রানে ৯ উইকেট হারায় শ্রীলঙ্কা। ব্যাট করতে নামেন মাথিসা পথিরানা। ছবি- এএফপি।
14/18 ১৫.২ ওভারে হার্দিকের বলে ইশান কিষানের হাতে ধরা পড়েন মাথিসা পথিরানা। গোল্ডেন ডাকে মাঠ ছাড়েন তিনি। শ্রীলঙ্কা দলগত ৫০ রানে অল-আউট হয়ে যায়। সুতরাং, জয়ের জন্য ভারতের দরকার মাত্র ৫১ রান। দুশান হেমন্ত ১টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন। হার্দিক ২.২ ওভারে ৩ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। সিরাজ ৭ ওভারে ১টি মেডেন-সহ ২১ রানের বিনিময়ে ৬টি উইকেট দখল করেন। বুমরাহ ৫ ওভারে ১টি মেডেন-সহ ২৩ রানের বিনিময়ে ১টি উইকেট পকেটে পোরেন। ছবি- এএফপি।
15/18 শ্রীলঙ্কার ৫০ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত মাত্র ৫.১ ওভারে বিনা উইকেটে ৫১ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ মাত্র ৩৭ বলে শ্রীলঙ্কাকে টপকে ফের এশিয়া কাপের খেতাব ঘরে তোলে টিম ইন্ডিয়া। ২৬৩ বল বাকি থাকতে ১০ উইকেটে ম্যাচ জেতে ভারত। বল বাকি থাকার নিরিখে এটি ভারতের সব থেকে বড় ওয়ান ডে জয়ের রেকর্ড। শুভমন গিল ৬টি বাউন্ডারির সাহায্যে ১৯ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন। ৩টি বাউন্ডারির সাহায্যে ১৮ বলে ২৩ রান করে নট-আউট থাকেন ইশান কিষান।। ছবি- এএফপি।
16/18 ফাইনালের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন মহম্মদ সিরাজ। পকেটে পোরেন ৫ হাজার মার্কিন ডলার পুরস্কার মূল্য। সিরাজ ফাইনালে ৭ ওভার বল করে ১টি মেডেন-সহ ২১ রানের বিনিময়ে ৬টি উইকেট দখল করেন। এটি তাঁর ওয়ান ডে তথা আন্তর্জাতিক কেরিয়ারের সেরা বোলিং পারফর্ম্যান্স। ছবি- এএফপি।
17/18 টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন কুলদীপ যাদব। তিনি পকেটে পোরেন ১৫ হাজার মার্কিন ডলার পুরস্কার মূল্য। কুলদীপ টুর্নামেন্টে মোট ৯টি উইকেট সংগ্রহ করেন। সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে ৫টি ও শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪টি উইকেট দখল করেন কুলদীপ। ছবি- এএফপি।
18/18 এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য পুরস্কার মূল্য হিসেবে ১ লক্ষ ৫০ হাজার মার্কিন ডলার পকেটে ঢোকে ভারতীয় ক্রিকেট দলের। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা। রানার্স হওয়ার জন্য ৭৫ হাজার মার্কিন ডলার আর্থিক পুরস্কার পায় শ্রীলঙ্কা। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে ৬২ লক্ষ টাকা। ছবি- এপি। 

Latest News

অধিনায়কত্ব নিয়ে গৌতির তুলোধনা, প্রাক্তন অধিনায়ক স্বীকার করলেন নিজের ব্যর্থতা Salman House Firing: বিষ্ণোইয়ের পর গ্যাংস্টার রোহিত গোদারার বিরুদ্ধে দায়ের মামলা চিন সীমান্তের 'অস্বাভাবিকতা' নিয়ে অকপট জয়শংকর, ভারতীয়দেরই করলেন কঠিন প্রশ্ন ১৩ মাসে সর্বোচ্চ স্তরে পৌঁছল দেশের পাইকারি মূল্যস্ফীতির হার, 'দায়ী' খাদ্য-গ্যাস রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্টাল লিগের ফাইনালে লালহলুদ সৌদি আরবেও এবার ভয় দেখাচ্ছে নতুন করোনা! কেমন পরিস্থিতি সেখানে ‘মা বলেছে, ছেলেদের সঙ্গে…’! কড়া নিয়মে লাপাতা লেডিজের ফুল নিতাংশী, বয়স কত তাঁর? 'যারা ভোটের ফল ঠিক করতে আদালতে যায়...', পশ্চিমি 'জ্ঞান' নিয়ে কড়া জবাব জয়শংকরের EPL Manchester United FC vs Newcastle United Live Streaming: কখন ও কোথায় লাইভ ম্যাচ দেখবেন? EPL Brighton and Hove Albion vs Chelsea FC Live Streaming: কখন ও কোথায় লাইভ ম্যাচ দেখবেন?

Latest IPL News

অধিনায়কত্ব নিয়ে গৌতির তুলোধনা, প্রাক্তন অধিনায়ক স্বীকার করলেন নিজের ব্যর্থতা ঝোড়ো হাফ-সেঞ্চুরি বাংলার অভিষেকের, লখনউকে হারিয়ে লিগের অভিযান শেষ দিল্লির রাহুলের উপরে কি রেগে গিয়েছিলেন গোয়েঙ্কা? মুখ খুললেন LSG কোচ, সামনে এল আসল কারণ হার্দিকের সমর্থনে গম্ভীর, কার্যত ব্যক্তিগত আক্রমণ করলেন পিটারসেন ও এবিডি-কে আপনাকে মধ্যমা দেখাতে পারব না, হঠাৎ কেন হর্ষ ভোগলেকে এই কথা বললেন নীতীশ রানা দেখছি-আসছি-চাপ নেই: একাধিক বাংলা শব্দ বলে KKR ভক্তদের মন জিতলেন ফিল সল্ট IPL থেকে ছিটকে গিয়েও অশান্তি চলছেই, অনুশীলনে মুখ দেখাদেখি বন্ধ সূর্য-হার্দিকের ডিনারে ডেকে রাহুলকে উষ্ণ আলিঙ্গন গোয়েঙ্কার, তাহলে কি মিটল LSG বিতর্ক? IPL- ইমপ্যাক্ট প্লেয়ার ইস্যুতে রোহিতের বিপরীত মেরুতে শাস্ত্রী, বললেন মানিয়ে নিতে IPL 2024: ধোনি কি চিপকে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন? রায়না দিলেন বড় ইঙ্গিত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ