India Bound Ship Hijacked by Houthis: গাজা যুদ্ধের মাঝেই লোহিত সাগরে ভারতগামী জাহাজ অপহরণ করল ইয়েমেনের জঙ্গি গোষ্ঠী
Updated: 20 Nov 2023, 07:55 AM ISTগত ৭ অক্টোবর দক্ষিণ ইজরায়েলে আচমকাই হামলা চালিয়েছিল জঙ্গি গোষ্ঠী হামাস। এরপর থেকেই মধ্যপ্রাচ্য উত্তাল হয়ে আছে। হামাসকে খতম করতে ইজরায়েল হামলা চালিয়েছে গাজায়। এদিকে হামাসকে সমর্থন করতে ইয়েমেন থেকে জঙ্গি গোষ্ঠী হামলা চালিয়েছিল হুথি। এসবের মাঝেই হুথিরা অপহরণ করল ভারতগামী জাহাজকে।
পরবর্তী ফটো গ্যালারি