New weapon systems branch for IAF: স্বাধীনতার পর প্রথমবার। নয়া 'ওয়েপন সিস্টেমস' (অস্ত্র সিস্টেম) শাখা তৈরি করছে ভারতীয় বায়ুসেনা। এমনই ঘোষণা করলেন ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল বিআর চৌধুরী।
1/6ভারতীয় বায়ুসেনার জন্য নয়া একটি 'ওয়েপন সিস্টেমস' শাখা তৈরির অনুমোদন দিল কেন্দ্র। চণ্ডীগড়ের বায়ুসেনা স্টেশনে ৯০ তম বায়ুসেনা দিবস উদযাপনের অনুষ্ঠানে ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল বিআর চৌধুরী জানান, স্বাধীনতার পর এই প্রথম কোনও নয়া অপারেশনাল শাখা তৈরি করা হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/6ভারতীয় বায়ুসেনার প্রধান বলেন, ‘চারটি বিশেষজ্ঞ ক্ষেত্র (সারফেস-টু-সারফেস মিসাইল, সারফেস-টু-এয়ার মিসাইল, রিমোট-চালিত এয়ারক্রাফট এবং দুই পাইলট-বিশিষ্ট ও একাধিক পাইলট-বিশিষ্ট এয়ারক্রাফটের ওয়েপন সিস্টেম) পরিচালনার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শাখা তৈরির ফলে উড়ানের প্রশিক্ষণের ব্যয় কমে যাবে। তার ফলে ৩,৪০০ কোটি টাকার বেশি বাঁচবে।’ (ছবি সৌজন্যে, কেশব সিং/হিন্দুস্তান টাইমস)
3/6প্রতিরক্ষা মন্ত্রকের তরফে দাবি করা হয়েছে, নয়া যে 'ওয়েপন সিস্টেমস' শাখা তৈরি করা হচ্ছে, তার ফলে ভারতীয় বায়ুসেনার লড়াইয়ের ক্ষমতা বাড়বে। সেইসঙ্গে কেন্দ্রের তরফে দাবি করা হয়েছে, নয়া 'ওয়েপন সিস্টেমস' তৈরির ফলে একটি ছাতার তলায় চলে আসবে সব 'ওয়েপন সিস্টেমস'-র অপারেটর। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
4/6ভারতীয় বায়ুসেনা প্রধান জানান, অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে ভারতীয় বায়ুসেনায় 'অগ্নিবীর' নিয়োগের বিষয়টি যথেষ্ট চ্যালঞ্জের ছিল। কিন্তু আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, ভারতীয় যুব সম্প্রদায়ের যে সম্ভাবনা আছে, তা সঠিক কাজে ব্যবহারের সুযোগ এসেছে। যা দেশের স্বার্থে কাজে লাগানো যাবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
5/6বায়ুসেনা প্রধান জানান, আগামী বছর থেকে ভারতীয় বায়ুসেনা মহিলা অগ্নিবীরদের নিয়োগ করা হবে। তিনি বলেন, 'প্রত্যেক অগ্নিবীরের বায়ুসেনায় কাজ করার মতো দক্ষতা এবং জ্ঞান আছে কিনা, তা নিশ্চিত করার জন্য আমাদের প্রশিক্ষণ পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। চলতি বছরের ডিসেম্বরে প্রাথমিক প্রশিক্ষণের জন্য ৩,০০০ অগ্নিবীরকে বায়ুসেনায় অন্তর্ভুক্ত করা হবে। আগামী বছরগুলিতে সেই সংখ্যা আরও বাড়বে।' (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
6/6তারইমধ্যে শনিবার বায়ুসেনার নয়া যুদ্ধকালীন উর্দি সামনে আনা হয়েছে। বায়ুসেনা দিবসের অনুষ্ঠান এক মহিলা-সহ পাঁচজন বায়ুসেনা অফিসার সেই পোশাক পরে মার্চপাস্ট করেন। সেইসঙ্গে ‘কমব্যাট টি-শার্ট'-র ডিজাইনও প্রকাশ করা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)