বাংলা নিউজ > ছবিঘর > Indian Railways on Security: 'সুরক্ষাকে অগ্রাধিকার', করমণ্ডল দুর্ঘটনার ৮ দিন আগে সংসদীয় কমিটিকে বলেছিল রেল

Indian Railways on Security: 'সুরক্ষাকে অগ্রাধিকার', করমণ্ডল দুর্ঘটনার ৮ দিন আগে সংসদীয় কমিটিকে বলেছিল রেল

গত শুক্রবার, ২ জুন দেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটে ওড়িশার বালাসোর জেলার বাহানগা বাজার স্টেশনে। সেই দুর্ঘটনায় করমণ্ডল এক্সপ্রেসের প্রায় ৩০০ যাত্রী প্রাণ হারিয়েছেন। সেই দুর্ঘটনার মাত্র আটদিন আগেই সংসদীয় কমিটির সামনে রেল দাবি করেছিল যে তারা সর্বদাই যাত্রী সুরক্ষাকে অগ্রাধিকার দেন।