ইউরো ফাইনালে গোল করে সর্বকালীন রেকর্ড গড়েন বোনুচ্চি।
1/7ইংল্যান্ডকে পেনাল্টি শুট-আউটে ৩-২ গোলে হারিয়ে ইউরো ২০২০ চ্যাম্পিয়ন হয় ইতালি। এই নিয়ে দ্বিতীয়বার ইউরোর খেতাব ঘরে তোলে তারা। ১৯৬৮ সালে প্রথমবার ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল ইতালি। দীর্ঘ ৫৩ বছর পর খেতাব পুনরুদ্ধার করে তারা।
2/7চতুর্থ দল হিসেবে একাধিকবার ইউরো চ্যাম্পিয়ন হয় ইতালি। জার্মানি ৩ বার, স্পেন ৩ বার ও ফ্রান্স ২ বার ইউরো চ্যাম্পিয়ন হয়েছে। এবার ইতালি দ্বিতীয় বারের জন্য ট্রফি ঘরে তোলে।
3/7৫৩ বছরের ব্যবধান কোনও দলের দু'টি ইউরো খেতাব জয়ের মধ্যে দীর্ঘতম।
4/7ইতালিই প্রথম ও একমাত্র দল, যারা একই ইউরো কাপের মূলপর্বে দু'টি ম্যাচ পেনাল্টি শুট-আউটে জেতে। ফাইনালের আগে সেমিফাইনালেও স্পেনকে পেনাল্টি শুট-আউটে হারায় ইতালি।
5/7ইতালি এই নিয়ে টানা ৩৪টি আন্তর্জাতিক ম্যাচে অপরাজিত থাকে। শেষবার তারা কোনও আন্তর্জাতিক ম্যাচ হারে ২০১৮ সালে।