দীর্ঘ এক দশক সিঙ্গল থাকার পর অবশেষে নতুন জীবন শুরু করেছেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কণিকা কাপুর।
1/6চলতি মাসেই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন বলিউডের জনপ্রিয় গায়িকা কণিকা কাপুর। লন্ডনে বসবাসকারী প্রবাসী ভারতীয় গৌতমের সঙ্গে নিজের প্রেম কাহিনি দীর্ঘদিন গোপন রেখেছিলেন সংগীত শিল্পী। তবে গোপন কথাটি মাস কয়েক আগে ফাঁস হয়ে যায়! সেই সময় বিয়ের খবর এড়িয়ে গেলেও অস্বীকার করেননি তিনি। (ছবি-ইনস্টাগ্রাম)
2/6তবে বিয়ের পর্ব মিটতেই প্রেম নিয়ে খুল্লমখুল্লা কণিকা। গায়িকা এক সাক্ষাৎকারে গৌতমের সঙ্গে নিজের পরিচয়, প্রেম এবং দাম্পত্য নিয়ে খোলাখুলি আড্ডা দিলেন। কণিকার কথায় ১৫ বছর ধরে পরস্পরকে চেনেন তাঁরা। জীবনের সব চড়াই-উতরাইতে গৌতম পাশে থেকে কণিকার। আর এটাই তাঁদের সম্পর্কের সবচেয়ে বড় ভিত্তি। (ছবি-ইনস্টাগ্রাম)
3/6৪৩ বছর বয়সী কণিকা তিন সন্তানের মা। ১৯৯৮ সালে প্রবাসী ব্যবসায়ী রাজ চন্দককে বিয়ে করেছিলেন কণিকা। সেই সময় কণিকার বয়স ছিল খুবই কম। ২০১২ সালে প্রাক্তন স্বামী রাজের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় কণিকার। কণিকার কথায়, তাঁর মনে একাধিক প্রশ্ন দানা বেঁধেছিল, রাজের পরিবার কি আদেও ডিভোর্সি মেয়েকে গ্রহণ করবে? তাঁর সন্তানরা কি ওই পরিবারে ঠাঁই পাবে? ‘ (ছবি ইনস্টাগ্রাম)
4/6যদিও কণিকার সব আশঙ্কা অচিরেই ভেঙে দেন গৌতম। কণিকার কথায়, শুরুতে তিনিই গৌতমকে বিয়ের জন্য প্রোপোজ করেছিলেন, তাও একবার নয় দু'বার। কণিকা জানিয়েছেন, বেবি ডল গান সুপারহিট হওয়ার পর প্রথমবার গৌতমকে প্রপোজ করেছিলেন তিনি। যদিও সেটা নেহাত মজা করছেন কণিকা, এমনটাই মনে করেছিলেন গৌতম। এরপর ২০২০ সালে ফের একবার গৌতমকে মনের কথা জানান তিনি। (ছবি-ইনস্টাগ্রাম)
5/6কণিকার দ্বিতীয় বিয়ের পরিকল্পনা জেনে ঠিক কী প্রতিক্রিয়া ছিল ছেলেমেয়েদের? গায়িকা জানান, ‘যদি বলি সবটা একদম সহজ ছিল, সেটা ভুল হবে। নিঃসন্দেহে ওরা একটু চিন্তিত ছিল। বিয়ের ক’দিন আগে আমার ছোট মেয়ে আমাকে বলল- এবার তুমি দূরে চলে যাবে। আমি পাল্টা জানাই- মোটেই এমনটা হচ্ছে না কারণ আমি নয়, আমরা সবাই গৌতমকে বিয়ে করছি'। (ছবি-ইনস্টাগ্রাম)
6/6ধীরে ধীরে ছেলেমেয়েরাও কণিকার জীবনের এই নতুন মানুষটিকে সাদরে গ্রহণ করে নিয়েছে। অন্যদিকে কণিকা জানান, তিনি সত্যিই সৌভাগ্যবান যে তাঁর পাশাপাশি তাঁর তিন সন্তান এবং চারপেয়ে সন্তানরাও গৌতমের পরিবারে যোগ্য সম্মান ও ভালোবাসা পাচ্ছেন।