KKR vs GT: এই পজিশনে রান তোলার ক্ষেত্রে এবার IPL-এ শীর্ষে KKR, একেবারে নীচে GT
Updated: 23 Apr 2022, 03:44 PM ISTএবার আইপিএলে (IPL 2022) দুর্দান্ত খেলছে গুজরাট টাইটানস। রাজস্থান রয়্যালসের থেকে এক ম্যাচ কম খেলে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে আছে গুজরাট টাইটানস। ছয় ম্যাচে পয়েন্ট ১০। সেখানে সপ্তম স্থানে আছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। সাত ম্যাচে পয়েন্ট ছয়। তা সত্ত্বেও রান তোলার ক্ষেত্রে (একটি নির্দিষ্ট পজিশনে) ১০ দলের মধ্যে শীর্ষে আছে কেকেআর। সবথেকে নীচে আছে গুজরাট।
পরবর্তী ফটো গ্যালারি