Kolkata Bazar Rates: টমেটোর আকাল দেশজুড়ে। এর জেরে কলকাতা সহ দেশের প্রায় সব বড় শহরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে টমেটোর দাম। একমাত্র দিল্লি বাদে ভারতের বাকি সব বড় শহরেই প্রতি কেজি টমেটোর দাম ৭০ টাকার গণ্ডি ছাড়িয়েছে।
1/4১ জুন কলকাতার খুচরো বাজারে কিলো প্রতি টমেটোর দাম ছিল ৭৭ টাকা। গত ৩০ এপ্রিল কলকাতায় কিলো প্রতি টমেটোর দাম ছিল ২৫ টাকা। সেখান থেকে প্রায় ৩০০ শতাংশ দাম বেড়েছে এই সবজির।
2/4কলকাতার খুচরো বাজারগুলিতে জ্যোতি আলু বিকোচ্ছে ২৮ থেকে ৩০ টাকা প্রতি কেজি দরে। চন্দ্রমুখী আলু কিনতে হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা প্রতি কেজি দরে। এদিকে আদা প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা, পেঁয়াজ প্রতি কেজি ২০ থেকে ২৫ টাকা দরে বিকোচ্ছে।
3/4এদিকে পাতিলেবু ৩ থেকে ৫ টাকা পিস দরে কিনতে হচ্ছে। কাঁচালঙ্কা প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা দরে বিকোচ্ছে। কুমড়ো প্রতি কেজি ৩০ টাকা, লাউ প্রতি কেজি ৪০ টাকা, পেঁপে ৩০ টাকা কেজি, চিচিঙ্গা ৩০ টাকা প্রতি কেজি, শসা ৪০-৫০ টাকা কেজি। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস
4/4তাছাড়া মাছবাজারে পা রাখলেও তেমন স্বস্তি নেই। গোটা রুই মাছ কেজিতে ১১০ থেকে ১৪০ টাকা দরে বিকোচ্ছে, কাটা রুই মাছ বিকোচ্ছে প্রতি কেজিতে ১৬০ থেকে ১৮০ টাকায়। গোটা কাতলা মাছ প্রতি কেজি ২২০ থেকে ২৫০ টাকায় বিকোচ্ছে, কাটা কাতলা মাছ প্রতি কেজিতে ২৮০ থেকে ৩৫০ টাকায় বিকোচ্ছে। এদিকে ভেটকি মাছ প্রতি কেজি ৪৫০ থেকে ৫০০ টাকা, ছোট থেকে মাঝারি ইলিশ (৫০০-৭৫০ গ্রাম) বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৭৫০ টাকা দরে। তাছাড়া পাবদা ৩৫০ থেকে ৪৫০ টাকা, পার্শে ৩৫০ থেকে ৪০০ টাকা, গলদা চিংড়ি প্রতি কেজি ৫০০ থেকে ৬০০ টাকা, বাগদা চিংড়ি প্রতি কেজি ৬০০ থেকে ৭০০ টাকায় বিকোচ্ছে। কাটা মুরগি প্রতি কেজি ২২০ থেকে ২৩০ টাকা দরে বিকোচ্ছে।