বাংলা নিউজ > ছবিঘর > Kolkata Latest Weather Update & Rain Forecast: সকাল থেকে পুড়ছে কলকাতা, স্বস্তির বৃষ্টি নামার সময় জানাল হাওয়া অফিস

Kolkata Latest Weather Update & Rain Forecast: সকাল থেকে পুড়ছে কলকাতা, স্বস্তির বৃষ্টি নামার সময় জানাল হাওয়া অফিস

আজ সকাল থেকেই চড়া রোদে পুড়ছে কলকাতা। সকালের বুলেটিনে শহরে তাপপ্রবাহের পূর্বাভাস না থাকলেও পারদ স্বাভাবিকের থেকে অনেক ওপরে থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। এরই মাঝে বৃষ্টির আপডেটও দেওয়া হয়েছে। জানুন আবহাওয়ার পূর্বাভাস।