বাংলা নিউজ > ছবিঘর > Kolkata Weather Today & Latest Rain Update: বৃষ্টির সম্ভাবনা আছে কলকাতায়, সঙ্গে চড়তে থাকবে তিলোত্তমার পারদও

Kolkata Weather Today & Latest Rain Update: বৃষ্টির সম্ভাবনা আছে কলকাতায়, সঙ্গে চড়তে থাকবে তিলোত্তমার পারদও

সকাল থেকেই চড়া রোদে ঘাম দিতে শুরু করেছে। যেমন রোদের তেজ, তেমনই বাতাসে আর্দ্রতা। এই দুইয়ে মিলে নাজেহাল পরিস্থিতি কলকাতাবাসীর। এরই মধ্যে হাওয়া অফিস জানিয়ে দিল, আগামী কয়েকদিন এমনই থকবে আবহাওয়া। তবে এর মধ্যেও একদিন নামবে স্বস্তির বৃষ্টি। জেনে নিন পূর্বাভাস।