বাংলা নিউজ > ছবিঘর > Kolkata Weather Today Latest Update: তাপপ্রবাহে নাজেহাল বাংলা স্বস্তি পাবে কবে? এই সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা আছে নাকি

Kolkata Weather Today Latest Update: তাপপ্রবাহে নাজেহাল বাংলা স্বস্তি পাবে কবে? এই সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা আছে নাকি

বিগত বেশ কয়েকদিন ধরেই তাপপ্রবাহে নাজেহাল বঙ্গ। আগামী অন্তত ৪ দিন দক্ষিণবঙ্গে এই আবহাওয়াই বজায় থাকবে বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে আলিপুর হাওয়া অফিস। বেলা গড়াতেই জেলায় জেলায় লু বইতে শুরু করছে। বাড়িতে বসে থেকেই দরদরিয়ে ঘামছেন বঙ্গবাসী। বাইরে যাওয়া প্রায় অসম্ভব।