ঘূর্ণিঝড় মোখার অভিমুখ এখনও জানাতে পারেনি আলিপুর হাওয়া অফিস। তবে আপাতত এই সিস্টেমটি কলকাতা থেকে ১৫০০ কিমি দক্ষিণে অবস্থিত। এই আবহে আগামী কয়েকদিন কেমন থাকবে কলকাতা এবং পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়া? আপডেট দিল আলিপুর হাওয়া অফিস।
1/6বিগত কয়েকদিনের মেঘলা আকাশ এবং বৃষ্টি এখন অতীত। বাংলায় ক্রমেই চড়তে শুরু করেছে পারদ। পারদের এই ঊর্ধ্দমুখী যাত্রা জারি থাকবে আগামী ১০ মে পর্যন্ত। এই আবহে দক্ষিণবঙ্গের সব কয়টি জেলায় গরম বাড়বে। তবে তাপপ্রবাহের সতর্কতা এখনই দেওয়া হচ্ছে না। যদিও আগামী ৪৮ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছারাছি চলে যেতে পারে। (Ashok Munjani)
2/6এদিকে সাগরে নিম্নচাপ তৈরি হলেও বাংলায় আপাতত ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শুধুমাত্র উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলায় আজ ও আগামিকাল বজ্রবিদ্যাৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ এর জন্য এই দুই জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপ তৈরি হয়ে গেলে উত্তর-পশ্চিম দিক থেকে ধেয়ে আসা বাতাসের দাপট বাড়তে পারে। তবে তাতে বাংলার আবহাওয়া খুব একটা বদলাবে না। (Ashok Munjani)
3/6আজ সোমবার, কলকাতার আকাশে ঝলমলে রোদ থাকবে। শহর ও আশেপাশের এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। রবিবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা ৩ ডিগ্রি বেশি। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা প্রায় দেড় ডিগ্রি বেশি। (Ashok Munjani)
4/6বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি আজ নিম্নচাপে পরিণত হতে চলেছে। পরবর্তীতে তা শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে আদৌ এই ঝড়ের কোনও প্রভাব পশ্চিমবঙ্গের উপকূলে পড়বে কি না, তা নিয়ে কোনও আভাস পাওয়া যায়নি হাওয়া দফতরের তরফে। তাব আজ এর আভাস পাওয়া যেতে পারে। (Ashok Munjani)
5/6গতরাতে ঘূর্ণাবর্তের অবস্থান ছিল দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে। আজ এই একই স্থানে এই ঘূর্ণাবর্তটি পরিণত হবে নিম্নচাপে। ঘূর্ণিঝড় মোখার প্রভাবে আন্দামান ও নিকোবরে দুর্যোগ নামতে চলেছে। বর্তমানে কলকাতা থেকে ১৫০০ কিলোমিটার দূরে অবস্থান করছে এই সিস্টেমটি। এই সপ্তাহেই এটি স্থলভাগে আছড়ে পড়তে পারে। (Ashok Munjani)
6/6হাওয়া অফিস জানিয়েছে, শনিবার ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে। ৮ তারিখ সকালের দিকে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। পরে ৯ তারিখ সেটি আরও শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপ পরিণত হতে পারে। ৯ তারিখের পর এই নিম্নচাপ উত্তর দিকে এগোতে থাকবে। তারপর মধ্য বঙ্গোপসাগরের কাছে ১০ তারিখ এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। (Ashok Munjani)