পশ্চিমবঙ্গজুড়ে শীতের দাপট অব্যাহত থেকেছে গত সপ্তাহে। নতুন সপ্তাহের শুরুতেও সেই দাপট জারি থাকবে বলেই আভাস মিলেছে আবহাওয়া অফিস সূত্রে। শুধু তাই নয়, উত্তুরে হাওয়ার জেরে রাজ্যের বেশ কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
1/6সপ্তাহের প্রথম দিনও রাজ্যের প্রায় সব জায়গাতেই প্রবল ঠান্ডা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ক’দিন এমনই হাড়কাঁপানো ঠান্ডা থাকবে বাংলায়। এর আগে গত সপ্তাহের শুক্রবার কলকাতায় পারদ নেমেছিল ১০ ডিগ্রির ঘরে। বিগত কয়েকদিনে শহরের তাপমাত্রা ফের অতটা নামেনি আর। তবে আজও কলকাতায় তাপমাত্রা ১৩ ডিগ্রির আশেপাশে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। (PTI)
2/6হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ৩ দিন রাতের তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। তবে আগামী ১২ জানুয়ারি থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে কিছুদিনেই ফের একবার পারদের গ্রাফ নিম্নমুখী হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সোমবার ভোরের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা গড়াতেই রোদ উঠবে। (PTI)
3/6এদিকে পাহাড়ে দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রার সঙ্গে পাল্লা দিচ্ছে দক্ষিণবঙ্গের জেলা পুরুলিয়া। রবিবার দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ৭.২ ডিগ্রি সেলিসিয়াস ছিল। কালিম্পঙে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ৯ ডিগ্রির ঘরে। পুরুলিয়া এবং বর্ধমানেও সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ছিল রবিবার। পশ্চিমের জেলাগুলিতে বর্তমানে সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি কম। পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গায় শৈত্য প্রবাহের পরিস্থিতি তৈরি হবে। (PTI)
4/6উত্তরবঙ্গের ৩ জেলায় শৈত্য প্রবাহের পরিস্থিতি তৈরি হচ্ছে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপমাত্রা একধাক্কায় অনেকটা কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি কমে যাবে। পরিস্থিতি এমনই থাকলে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে এই জেলাগুলিতে। আরও অন্তত ৫ দিন থাকবে কনকনে শীত অনুভূত হবে এই জেলাগুলিতে। (PTI)
5/6হাওয়া অফিস জানিয়েছে, উত্তর ও দক্ষিণবঙ্গে কয়েকটি জেলায় ঘন কুয়াশা থাকতে পারে। আগামীকাল মঙ্গলবার পর্যন্ত আবহাওয়ার বড় কোনও বদলের সম্ভাবনা নেই। আগামী বুধবার পর্যন্ত আবহাওয়ার বড় কোনও বদলের সম্ভাবনা নেই। ১২ জানুয়ারির পর থেকে কলকালায় ধাপে ধাপে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। ১৪ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ১৬ ডিগ্রি হয়ে যেতে পারে। (PTI)
6/6আজ সপ্তাহের প্রথম কর্মদিবসে কলকাতা ও আশেপাশের এলাকার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে থাকবে ১৩ ও ২৩ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। (PTI)