Liquor Prices in West Bengal: দুর্গাপুজোর আগে সুরাপ্রেমীদের হাসি চওড়া হতে চলেছে। সূত্রের খবর, পুজোর আগে পশ্চিমবঙ্গে বাড়ছে না বিলিতি মদের দাম। অর্থাৎ গত সপ্তাহে যে আশঙ্কা তৈরি হয়েছিল, তা কেটে যাচ্ছে বলে সূত্রের খবর। তাহলে কবে থেকে মদের দাম বাড়বে?
1/4দুর্গাপুজোর মুখে সুরাপ্রেমীদের জন্য স্বস্তির খবর। সূত্রের খবর, আপাতত রাজ্যে বিলিতি মদের দাম বাড়ছে না। পুজোর আগে রাম, ভদকা, হুইস্কির মতো বিলিতি মদের দাম বাড়াচ্ছে না রাজ্য সরকার। আবগারি দফতর সূত্রে খবর, দুর্গাপুজো এবং কালীপুজোর মরশুম কেটে গেলে রাজ্যে বিলিতি মদের দাম বাড়ানো হতে পারে বলে একটি মহলের তরফে দাবি করা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রাজ কে রাজ/হিন্দুস্তান টাইমস)
2/4গত সপ্তাহে একটি মহলের তরফে দাবি করা হচ্ছিল, পুজোর মুখেই রাজ্যে বিলিতি মদের দাম বাড়তে চলেছে। যা সুরাপ্রেমীদের জোরদার ধাক্কা ছিল। তবে এক সপ্তাহ ঘুরতে না ঘুরতেই রাজ্য আবগারি দফতর সূত্রে খবর মিলছে যে পুজোর আগে বিলিতি মদের দাম বাড়ানো হচ্ছে না। অর্থাৎ আগের দামেই সুরাপান করতে পাবেন পশ্চিমবঙ্গের মানুষ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
3/4শেষমুহূর্তে কেন দাম বৃদ্ধির সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসা হল? একটি মহলের দাবি, পুজোর সময় দাম বাড়লে যে বিলিতি মদের বিক্রিবাটা কমে যেত, তেমন নয়। পুজোর সময় মানুষ একটু বেশি খরচ রাজি থাকেন। ফলে বৃদ্ধি কমে যাওয়ার আশঙ্কায় দাম বৃদ্ধির সিদ্ধান্ত থেকে যে পিছিয়ে আসা হয়েছে, তেমনটা হয়। বরং এই মুহূর্তে দর বাড়ানো হলে নয়া দামের মদের স্টক সব দোকানে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। তাই আপাতত পিছিয়ে আসা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
4/4তাহলে কবে থেকে রাজ্যে মদের দাম বাড়তে পারে? ওই মহলের দাবি, পুজোর পর রাজ্যে বিলিতি মদের দাম বাড়ানোর সম্ভাবনা আছে। সেটা নভেম্বর হতে পারে বলে একটি মহলের ধারণা। তবে বিষয়টি নিয়ে আবগারি দফতরের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি। পুরোটাই সূত্রের মারফত খবর মিলেছে। তবে পুজোর সময় দাম না বাড়লে সুরাপ্রেমীদের হাসি যে আরও চওড়া হবে, তা বলাই বাহুল্য। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)