LPG Cylinder Unbelievable Price: ভোট-পুজোর 'বিশেষ অফার', ৯০৮ টাকার গ্যাস সিলিন্ডার মিলবে ৫০০-রও কম দামে!
Updated: 10 Oct 2023, 12:05 PM ISTআগামী বছরের লোকসভা নির্বাচনের আগে দফায় দফায় কমেছে এলপিজি সিলিন্ডারের দাম। অগস্টেই এক দফায় কমেছিল রান্নার গ্যাসের দাম। এদিকে অক্টোবরের শুরুতেই উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জন্য এমাস থেকে ১০০ টাকা করে ভর্তুকি বাড়িয়েছে সরকার। এই সবের মাঝে চালু হয়েছে সরকারের এক প্রকল্প। তাতে ৫০০-র কম দামে মিলবে সিলিন্ডার।
পরবর্তী ফটো গ্যালারি