Lunar Eclipse 2022 Timings in West Bengal: আগামিকাল রাস পূর্ণিমা। এবার রাস পূর্ণিমায় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে। তবে ভারত থেকে পুরো গ্রহণ দেখা যাবে না। গ্রহণের শেষ অংশ থেকে ভারত থেকে পরিলক্ষিত হবে। পশ্চিমবঙ্গের কোন জায়গায় কখন থেকে চন্দ্রগ্রহণ শুরু হবে এবং কতক্ষণ দেখা যাবে, তা দেখে নিন -
1/6কলকাতার পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের তরফে জানানো হয়েছে, ভারতীয় সময় অনুযায়ী দুপুর ১ টা ৩০ মিনিট ৪ সেকেন্ড থেকে চন্দ্রগ্রহণ শুরু হবে। পুরো চন্দ্রগ্রহণের প্রক্রিয়া শুরু হবে সন্ধ্যা ৭ টা ২৭ মিনিট ৯ সেকেন্ডে (সন্ধ্যা ৬ টা ১৯ মিনিট ৪ সেকেন্ড পর্যন্ত দেখা যাবে)। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
2/6কোচবিহার (Lunar Eclipse Timings in Cooch Behar): বিকেল ৪ টে ৪২ মিনিটে চাঁদ উঠবে। ১ ঘণ্টা ৩৭ মিনিট দেখা যাবে গ্রহণ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এপি)
3/6দার্জিলিং (Lunar Eclipse Timings in Darjeeling): বিকেল ৪ টে ৪৬ মিনিটে চাঁদ উঠবে। ১ ঘণ্টা ৩৩ মিনিট চন্দ্রগ্রহণ দেখা যাবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
4/6কলকাতা (Lunar Eclipse Timings in Kolkata): বিকেল ৪ টে ৫২ মিনিটে চাঁদ উঠবে কলকাতায়। চন্দ্রগ্রহণ দেখা যাবে ১ ঘণ্টা ২৭ মিনিট। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
5/6মুর্শিদাবাদ (Lunar Eclipse Timings in Murshidabad): বিকেল ৪ টে ৪৯ মিনিটে চাঁদ উঠবে। ১ ঘণ্টা ৩০ মিনিট গ্রহণ দেখা যাবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এপি)
6/6শিলিগুড়ি (Lunar Eclipse Timings in Siliguri): বিকেল ৪ টে ৪৬ মিনিটে চাঁদ উঠবে। এক ঘণ্টায় ৩৩ মিনিট পরিলক্ষিত হবে গ্রহণ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)