Winter Update Kolkata and West Bengal: ছন্দপতন কাটিয়ে পশ্চিমবঙ্গে কিছুটা ঠান্ডা-ঠান্ডা ভাব ফিরতে চলেছে। আগামী কয়েকদিনে কলকাতা-সহ পশ্চিমবঙ্গের তাপমাত্রা কমতে চলেছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কতদিন সেরকম তাপমাত্রা থাকবে, তা দেখে নিন -
1/5বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৪ ডিগ্রিতে ঠেকেছে। যা স্বাভাবিক। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রির আশপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রির কাছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/5বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমে যাবে। পরবর্তী তিনদিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পারদের তেমন কোনও হেরফের হবে না। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/5হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের মতো আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গের রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমবে। পরের তিনদিন রাতের তাপমাত্রার কোনও হেরফের হবে না। সেইসঙ্গে আগামী দু'দিনে হিমালয়ের পাদদেশে অবস্থিত কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/5আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস জানান, পশ্চিমবঙ্গের পরিমণ্ডলে উত্তর-পশ্চিম হাওয়া ঢুকতে শুরু করেছে। সেইসঙ্গে বঙ্গোপসাগরের উপর যে উচ্চচাপ বলয় (যে উচ্চচাপ বলয়ের কারণে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ছিল)ছিল, তাও কেটে গিয়েছে। এখন যেহেতু কোনও জলীয় বাষ্প নেই, তাই গরম-গরম ভাব কিছুটা কেটে গিয়েছে। যা তাপমাত্রা পতনের পথ প্রশস্ত করেছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/5হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, রবিবার-সোমবার পর্যন্ত সেরকম আবহাওয়া থাকতে পারে। অর্থাৎ কিছুটা ঠান্ডা মালুম হবে। তবে জাঁকিয়ে শীত পড়ার বিষয়ে আপাতত আলিপুর আবহাওয়া দফতরের কিছু জানানো হয়নি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)