1/6টলিউডের অন্যতম গ্ল্যামারাস নায়িকা তিনি। তবে অভিনয় কেরিয়ারের পাশাপাশি এখন সমানভাবে ব্যালেন্স করে চলছেন নিজের রাজনৈতিক কেরিয়ারও। যাদবপুরের তৃণমূল সাংসদের সাম্প্রতিক ফটোশ্যুটে চোখ আটকে সকলের। (ছবি-ইনস্টাগ্রাম)
2/6সম্প্রতি সাদা রঙা রাত পোশাকে দুধ সাদা বিছানায়া শুয়ে থাকতে দেখা গেল মিমিকে। মুখে মেকআপ, ন্যুড রঙা লিপস্টিপ আর চোখের বাঁকা চাউনিতে ভক্ত মনের ধুকপুকানি বাড়ালেন মিমি। (ছবি-ইনস্টাগ্রাম)
3/6মিমির ঢেউ খেলানো চুল দেখে অনুরাগীদের মনেও ঝড় উঠল। নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে উঁকিঝুঁকির অন্ত নেই! মিমির রিলেশনশিপ স্টেটাস বলছে তিনি সিঙ্গল। মিমির কোনও গোপন প্রেমিক রয়েছেন কিনা তা জানা নেই!
4/6শরীর ঢাকা নাইটস্যুটেও কাউকে এতো সুন্দর দেখায়! মিমির কাছে প্রশ্ন রেখেছেন ভক্তরা? মিমির এই সেনচুয়াস ফটোশ্যুট রীতিমতো হিট। (ছবি-ইনস্টাগ্রাম)
5/6শাড়ি হোক বা ওয়েস্টার্ন- সব পোশাকেই মোহময়ী মিমি। অন্যরকম লুকে বরাবরই অনুরাগীদের চমকে দেন তিনি।
6/6বক্স অফিসে মিমির শেষ রিলিজ ছিল বাজি। দুর্গাপুজোয় মুক্তি পাওয়া এই ছবি তেমন সাড়া ফেলেনি। এরপর অরিন্দম শীলের সঙ্গে ‘খেলা যখন’ এবং মৈনাক ভৌমিকের ‘মিনি’ ছবির শ্যুটিং সেরেছেন মিমি। (ছবি-ইনস্টাগ্রাম)