বাংলা নিউজ > ছবিঘর > Ministry of External Affairs on Seema Haider: আদতে কি তিনি 'PUBG প্রেমিক' নাকি পাক গুপ্তচর? সীমাকে নিয়ে আপডেট সরকারের

Ministry of External Affairs on Seema Haider: আদতে কি তিনি 'PUBG প্রেমিক' নাকি পাক গুপ্তচর? সীমাকে নিয়ে আপডেট সরকারের

পাকিস্তানি নাগরিক সীমা হায়দারকে নিয়ে জল্পনার অন্ত নেই। তাঁকে ইতিমধ্যেই জেরা করেছে উত্তরপ্রদেশের পুলিশ। তাঁর আত্মীয়রা পাক সেনায় আছেন বলে জানা গিয়েছে। এৎই মাঝে সীমাকে নিয়ে মুখ খুলল কেন্দ্রীয় সরকার। এই নিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।