3/7মিঠাই থেকে সরে দাঁড়িয়েছেন অর্কজা। এখন তিনি অন্য চ্যালেনের প্রধান নায়িকা। তবে এখনও ধারার ইমেজ ভাঙতে পারেননি অভিনেত্রী। আপতত আকাশ ৮ চ্যানেলের সাহিত্যনির্ভর ড্রামা ‘শ্রেয়সী’তে দেখা যাচ্ছে তাঁকে। (ছবি-ইনস্টাগ্রাম)
4/7থিয়েটারের পরিচিত মুখ অর্কজা, ‘ওগো নিরুপমা’ সিরিয়ালের সঙ্গে ছোট পর্দায় পদাপর্ণ তাঁর। ইতিমধ্যেই দর্শক মনে আলাদা জায়গা করে নিয়েছেন তিনি। ছক ভাঙতে বারবারই ওস্তাদ অভিনেত্রী। (ছবি-ইনস্টাগ্রাম)
5/7শুক্রবার নিজের এই বিকিনি লুকের ছবি শেয়ার করে অর্কজা লেখেন, ‘আসুর এই দুনিয়ায় রাজ করি’। অর্কজার এই ছবিতে কমেন্টের বন্যা। কেউ লিখেছেন, ‘দারুণ হট লাগছে’, কেউ আবার তাঁকে ‘হাসিন দিলরুবা’ তকমা দিয়েছেন। (ছবি-ইনস্টাগ্রাম)
6/7কেরিয়ারের শুরু থেকেই চর্চায় থেকেছেন অর্কজা। অভিনেত্রীর পুরুষ অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। যদিও রিয়েল লাইফে আপতত সিঙ্গল নায়িকা। একটা সময় অভিনেতা বিশ্বাবসু বিশ্বাসের সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেত্রী। ব্রেক-আপের পর তাঁর নাম জড়িয়েছে কো-স্টার গৌরবের সঙ্গে, যদিও সেটা নেহাতই গুজব বলে উড়িয়ে দিয়েছে দুইপক্ষই।
7/7‘শ্রেয়সী’তে 'জীবন সাথী'র সায়ন কর্মকারের সঙ্গে জুটি বেঁধেছেন অর্কজা। অনস্ক্রিনে কতটা সাড়া ফেলবেন তাঁরা, সেটাই এখন দেখবার। (ছবি-ইনস্টাগ্রাম)