বাংলা নিউজ > ছবিঘর > Nabanna New Rules on 6th Pay Commission: ডিএ আন্দোলনের মাঝে কড়া নির্দেশিকা জারি নবান্নর, এবার কোপ পড়বে বেতনে?

Nabanna New Rules on 6th Pay Commission: ডিএ আন্দোলনের মাঝে কড়া নির্দেশিকা জারি নবান্নর, এবার কোপ পড়বে বেতনে?

ডিএ আন্দোলনের জেরে সরকারি অফিসে কর্মীদের উপস্থিতির হার এমনিতেই কিছুটা কম। তবে অনে কক্ষেত্রেই দেখা যাচ্ছে, দুপুর ১২টার সময়ও অফিসে এসে পৌঁছাননি সংশ্লিষ্ট কর্তা। এই আবহে এবার সরকারি কর্মীদের হাজিরা নিয়ে কড়া নির্দেশিকা জারি নবান্নর। উল্লেখ্য, সম্প্রতি তৃণমূলের শীর্ষ স্থানীয় বৈঠকে সরকারি কর্মীদের বায়োমেট্রিক হাজিরার কথা জানিয়েছিলেন মমতা। এবার নতুন নির্দেশিকা নবান্নর।