Chandrayaan 3: ঘুমাচ্ছে চন্দ্রযান-৩,ল্যান্ডারের ছবি তুলে পাঠাল নাসা
Updated: 06 Sep 2023, 05:43 PM ISTChandrayaan 3: চাঁদের বুকে পা রাখার পর চন্দ্রযান-৩ এর ল্যান্ডারের অবস্থান কোথায় ছিল? ছবি তুলেছে নাসার LRO।
মার্কিন মহাকাশ বিজ্ঞান সংস্থা নাসার ‘লুনার রিকনাসেন্স অরবিটার’ বা এলআরও চাঁদের গায়ে চন্দ্রযান-৩ এর গতিবিধির ছবি তুলে ধরেছে। সেই ছবি পোস্ট করেছে নাসা। নাসা তার টুইটার হ্যান্ডেলে ওই ছবি পোস্ট করে উল্লেখ করেছে, ভারতের মহাকাশ বিজ্ঞান গবেষণাকেন্দ্র ইসরোর কথা। এই সেই ছবি। (সৌজন্য- টুইটার/নাসা)